ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রেসির ব্যাক টু বড় পর্দা

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৪
রেসির ব্যাক টু বড় পর্দা রেসি

দিনাজপুরের মেয়ে রেসি। অনেকটা স্বপ্নের মতই ২০০৫ সালে `নীল আঁচল` ছবির মাধ্যমে বড় পর্দার অভিনেত্রী হিসেবে অভিষেক ঘটে তার।

বুলবুল জিলানী পরিচালিত এ ছবিতে তার সহশিল্পী ছিলেন ফেরদৌসের ছোট ভাই তৌফিক।

এরপর ফেরদৌসের বিপরীতে `এরই নাম ভালোবাসা`, মান্নার সঙ্গে `অবুঝ শিশু`, শাকিব খানের সহশিল্পী হয়ে `চেহারা`সহ ডিপজলের সাথে বেশ কিছু জনপ্রিয় ছবি উপহার দেন রেসি। চলচ্চিত্রশিল্পের নায়িকা সংকটের মুহুর্তে অনেকটা নিভে যাওয়া প্রদীপের মত জ্বলে উঠেছিলেন তিনি। কিন্তু হঠাৎ করে বিয়ে করে মিডিয়াকে বিদায় জানান এই অভিনেত্রী।

হঠাৎ করেই তার এমন সিদ্ধান্তে অনেক নির্মাতার সাথে সাথে দর্শকেরও মনে ফাটল ধরে। বতর্মানে স্বামী পান্থ শাহরিয়ার ও সন্তান নিয়ে রেসির ব্যস্ত সময় কাটছে। তবে অনেকের জন্য সুখবর হচ্ছে, সম্প্রতি আবারও চলচ্চিত্রে ফিরতে চান তিনি। আর রেসির স্বামী তার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

পান্থ শাহরিয়ার এ বিষয়ে বাংলানিউজকে বলেন, ‘রেসি অভিনয়ে ফিরলে আমার কোন আপত্তি নেই। কারণ এটা তার সিদ্ধান্ত। খুব দ্রুত রেসি চলচ্চিত্রে কাজ শুরু করবে। ’

জানা যায়, রেসির অভিনয়ে ফেরার খবর শুনার পর থেকে অনেক নির্মাতা তাকে বিভিন্ন ছবির প্রস্তাব দিচ্ছেন। পাশাপাশি ছোট পর্দার নাটকেরও প্রস্তাব আসছে। বুঝে শুনে তিনি দ্রুত কাজ শুরু করবেন বলে জানা যায়।

বাংলাদেশ সময় : ১৮২০ ঘণ্টা, ০৫ জানুয়ারি ২০১৪
সম্পাদনা : গোলাম রাব্বানী, বিভাগীয় সম্পাদক বিনোদন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।