ঢাকা, বুধবার, ১৪ মাঘ ১৪৩১, ২৯ জানুয়ারি ২০২৫, ২৮ রজব ১৪৪৬

বিনোদন

দীর্ঘদিন পর ‍অ্যাকশন হিরো রুবেল

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৪
দীর্ঘদিন পর ‍অ্যাকশন হিরো রুবেল শুটিং সেটে নায়ক রুবেলের সাথে অভিনেত্রী অমৃতা

ঢাকা: ‘লড়াকু’ নায়ক রুবেল দীর্ঘদিন পর চলচ্চিত্রে ফিরছেন। নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

ওয়াজেদ আলী সুমন পরিচালিত ছবির নাম ‘আমার মন জুড়ে তুই’। ছবিতে রুবেলকে একটি ভিন্নধর্মী চরিত্রে দর্শকরা দেখতে পাবেন।

গত বুধবার সকালে হাতিরঝিলের প্রিয়াংকা শুটিং হাউজে মহরত অনুষ্ঠানের মাধ্যমে ছবিটির শুটিং শুরু হয়।

ছবিতে দুই নবাগত নায়িকা অমৃতা ও পরীমনির বিপরীতে আছেন নবাগত নায়ক শাহ রিয়াজ ও সবুজ খান।

দীর্ঘদিন পর নতুন ছবিতে অভিনয় প্রসঙ্গে রুবেল বাংলানিউজকে বলেন, ‘ অনেকদিন পর আজ পুবাইলে শুটিং করছি। এখানে আমি পরীমনির ভাইয়ের চরিত্রে অভিনয় করছি। আর এখানে আমাকে দর্শকরা একটি দলবলসহ টাকমাথায় আলাদা গেট-আপে  অভিনয় করতে দেখতে পাবেন। আশা করছি, আমার চরিত্রটি সবার ভালোলাগবে। ’

পরিচালক সূত্রে জানা যায়, আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত ছবিটির টানা শুটিং চলবে। এরপর ফেব্রুয়ারিতে গানের শুটিং শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।