ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

ঈদের পর শাকিব-শাবনূরের শেষ ছবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪
ঈদের পর শাকিব-শাবনূরের শেষ ছবি ‘স্বপ্নের বিদেশ’ ছবির দৃশ্যে শ‍াকিব খান ও শাবনূর

‘আমার প্রাণের স্বামী’, ‘স্বপ্নের বাসর’, ‘১ টাকার বউ‘, ‘বলবো কথা বাসর ঘরে’, ‘স্বামী-স্ত্রীর ওয়াদা’র মতো ব্যবসাসফল ছবির জুটি শাকিব খান ও শাবনূর। তাদের অভিনীত ‘স্বপ্নের বিদেশ’ ছবিটি মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে।



জানা যায়, ‘স্বপ্নের বিদেশ’ হচ্ছে শাকিব খান-শাবনূর অভিনীত শেষ ছবি। তাদের আর কোনো ছবি জমা নেই। এটি প্রযোজনা করেছে মহারানী প্রোডাকশন।

কোরবানি ঈদের পরপরই এটি বড় পর্দায় মুক্তি দেওয়া হবে। এমনটি নিশ্চিত করেছেন এ ছবির পরিচালক নজরুল ইসলাম খান। তিনি বাংলানিউজকে বলেন, ‘ছবিটির সম্পাদনার কাজ শেষ হয়েছে। ঈদের পর এটি সেন্সরে জমা দেবো। এর মধ্য দিয়ে দর্শকরা আবার শাকিব-শাবনূরকে বড় পর্দায় দেখতে পারবেন। ’

বাংলাদেশ সময় : ২১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।