মাহফুজ-জয়ার চলচ্চিত্র ‘জিরো ডিগ্রি’। অনিমেষ আইচ পরিচালিত এ ছবিটির দৃশ্যধারণ, সম্পাদনা শেষ।
মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি ছবিটির টেলিকম পার্টনার। স্বাভাবিকভাবেই তাই রবি গ্রাহকরাই আপাতত শুনতে পাবেন গান। প্রকাশনার পর থেকে ২৮৭৭৭ নম্বরে ডায়াল করে রবির এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডে ঢুকলেই শোনা যাবে ‘জিরো ডিগ্রি’র গান। এক্ষেত্রে প্রযুক্তি সহায়তা দিচ্ছে লাইভ টেকনোলজিস।
প্রিন্স মাহমুদের কথা, সুরে জেমসের কণ্ঠে ‘প্রেম ও ঘৃণা’ গানটি এরইমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এটি ছাড়া ‘জিরো ডিগ্রি’ ছবি রয়েছে আরও ৫টি গান। কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, ন্যান্সি, অদিত, প্রবর রিপন, পৃথ্বিরাজ ও সন্ধি। থাকছে দু’টি রবীন্দ্রসঙ্গীতও। এছাড়া ভুপেন হাজারিকা কথায় ও জীবনানন্দ দাশের কবিতার অনুপ্রেরণায় আরও দু’টি গান শোনা যাবে। ছবির আবহ সঙ্গীত ইমন সাহার।
জয়া-মাহফুজ ছাড়া ‘জিরো ডিগ্রি’-তে আরও অভিনয় করেছেন দিলরুবা ইয়াসমিন রুহি, ইরেশ যাকের, তারিক আনাম খান, টেলি সামাদ, জাইব ও মীর রাব্বি।
বাংলাদেশ সময় : ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৪