ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাকিবের ডার্লিং অপু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৪
শাকিবের ডার্লিং অপু শাকিব খান ও অপু বিশ্বাস

শাকিবের ডার্লিং হলেন অপু বিশ্বাস। ৬ ডিসেম্বর থেকে পুবাইলে শাকিব খানের জান্নাত শুটিং স্পটে মহরতের মধ্য দিয়ে এর ঘোষণা হলো।

তবে ঘোষণাটা মনতাজুর রহমান আকবরের নতুন ছবির। রোমান্টিক এ ছবির নাম ‘মাই ডার্লিং’। যেখানে শাকিবের বিপরীতে অভিনয় করছেন অপু বিশ্বাস।

মনিরুজ্জামান প্রযোজিত এবং মাহিন ফিল্মসের ব্যানারে নির্মিত এ ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করবেন অমিত হাসান, প্রবীর মিত্র, রেহানা জলি ও কাবিলা। ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই।

শাকিব খান বাংলানিউজকে বলেন, ‘ছবিটির কাহিনীটা মনে ধরেছে। আশা করছি, ছবিটি দর্শকরা পছন্দ করবেন। ’

শাকিব খান ও অপু বিশ্বাস ‘মাই ডার্লিং’ ছবির মাধ্যমে অনেক দিন বিরতির পর নতুন ছবির কাজ একসঙ্গে শুরু করলেন। তাদের জুটির বর্তমানে নির্মাণাধীন ছবি হচ্ছে ‘দুই পৃথিবী’। আর শিগগিরই শুরু হবে ‘রাজাবাবু’ ছবির কাজ।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।