ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘বিগ স্টার এন্টারটেইমেন্ট অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে তারকামেলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪
‘বিগ স্টার এন্টারটেইমেন্ট অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে তারকামেলা বিগ স্টার এন্টারটেইমেন্ট অনুষ্ঠানে অ্যাওয়ার্ড হাতে অমিতাভ ও অভিষেক বচ্চন

মুম্বাইয়ে ১৮ ডিসেম্বর হয়ে গেল ‘বিগ স্টার এন্টারটেইমেন্ট অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। সেখানে লাল গালিচায় পা রেখেছিল বেশকিছু তারকা।

অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, জ্যাকলিন ফার্নান্ডেজ, শিল্পা শেঠি, শাহিদ কাপুর, ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা ও আলিয়া ভাটের মতো জনপ্রিয় তারকারা।

অমিতাভ আর অভিষেক বচ্চন দু’জনেই অ্যাওয়ার্ড হাতে ছবিও পোস্ট করেছেন নিজেদের টুইটারে। অমিতাভ বচ্চন পুরস্কার পেয়েছেন ‘ভুতনাথ রিটার্নস' এর জন্য। আর অভিষেক পেয়েছেন ,‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির জন্য।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।