বিদ্যা সিনহা মিম এখন চলচ্চিত্রের মানুষ। পুরোদমে ছবি নিয়ে ব্যস্ত।
কোরবানির ঈদের সপ্তাহ দুয়েক আগে এর দৃশ্যধারণ হয়েছিলো। এরপর আর কোনো নাটকের সেটে উপস্থিত হননি মিম। ইচ্ছাও নেই আপাতত। চলচ্চিত্রকে ঘিরেই এখন তার চিন্তাভাবনা।
‘নারী সুন্দরী’ এবার টিভি পর্দায় আসছে। একইসঙ্গে প্রচারের মুখ দেখছে মিম অভিনীত সর্বশেষ টিভি নাটকও। নতুন বছরের ৪ জানুয়ারী এনটিভিতে প্রচার হবে এটি।
‘নারী সুন্দরী’ নাটকটি বিউটি পার্লারে কাজ করা এক মেয়ের গল্প। অভিজাত নারীদের আরও অভিজাত, সুন্দরী করে তোলে নিখুঁত হাতে। এভাবে একসময় তার উপরও ভর করে উচ্চাকাঙ্ক্ষা। নারী সুন্দরী থেকে সে হয়ে যায় ডিজে। জৌলুসময় জীবন যাপন। সময়ের ধারাবাহিকতায় মিমের বোধ ফিরে আসে। বলে ওঠে মন, এ জায়গা তো আমার জন্য নয়!
মাহমুদ দিদার জানাচ্ছেন, ‘একজন ম্যাজিশিয়ানও আছেন। যে প্রতিদিন মিমের পার্লারের সামনে ম্যাজিক দেখাতো। শেষপর্যন্ত মিম এ শহর থেকে পালানোর জন্য তার স্মরণাপন্ন হয়। নাটকে আমরা স্পেশাল ইফেক্টের মাধ্যমে ৩টি ম্যাজিক দেখিয়েছি। ’
ম্যাজিশিয়ান চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। আরও আছেন রোজি সিদ্দিকী। মিম এখন তন্ময় তানসেনের ‘পদ্ম পাতার জল’ ও ওয়াজেদ আলী সুমনের ‘সুইটহার্ট’ ছবির কাজ করছেন। হাতে আছে ‘মনবাকসো’।
বাংলাদেশ সময় : ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪