কলকাতা থেকে আবারো ঢাকায় পা রেখেছেন অভিনেত্রী পাওলি দাম। এবার দ্বিতীয়বারের মত ‘সত্তা’ ছবির শুটিংয়ে ঢাকা এসেছেন এ অভিনেত্রী।
তিনি বাংলানিউজকে বলেন, ‘এই লটে শাকিব নেই। পাওলির বেশ কিছু কাজ বাঁকী আছে। প্রথম লটে শাকিবের সঙ্গে এক সপ্তাহ শুটিং করেছেন তিনি। এবার তার মায়ের অংশটুকুর কাজ করা হচ্ছে। আশা করছি, ছবিটি সবার পছন্দ হবে। ’
‘সত্তা’ ছবিতে পাওলি দামের মায়ের চরিত্রে অভিনয় করছেন শামীমা নাজনীন। এ ছবিতে আরো অভিনয় করেছেন আহমেদ রুবেল, বন্যা মির্জা, কাবিলা, নাসরিন প্রমুখ।
ভারতের বাংলা ছবির পাশাপাশি বলিউডে ‘হেট স্টোরি’, ‘অঙ্কুর অরোরা মার্ডার কেস’, ‘গ্যাং অব গোস্টস’ ছবিতে অভিনয় করেন পাওলি। গত ১৭ নভেম্বরের পর ‘সত্তা’ ছবির কাজে আবারো ঢাকায় আসলেন এ অভিনেত্রী।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪