অভিনেত্রী বন্যা মির্জা কাজ করেন দেশ নাটকে। ২২ বছর ধরে এ দলের সঙ্গে আছেন তিনি।
অনেকদিন বিভিন্ন কারণে প্রযোজনাটি বন্ধ ছিলো। আবারও এটি আসছে। বন্যা মির্জারও তাই বিরতি ভাঙ্গছে। তিনি আবারও হয়ে উঠছেন মঞ্চের। ২২ ও ২৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় প্রদর্শনী হবে ‘দর্পণে শরৎশশী’র । বন্যা মির্জার দেখা মিলবে এ দুই দিন।
‘দর্পণে শরৎশশী’র কাহিনী ১০০ বছর আগের। লিখেছেন মনোজ মিত্র, নির্দেশনা আলী যাকেরের। জমিদার পুত্রের শখের থিয়েটার প্রস্তুতি আর মঞ্চায়ন জটিলতার পথ ধরে এগিয়েছে গল্প। এ গল্প কথনের কান্ডারী মনোরমা। থিয়েটার অবলম্বন করে যে নিজে নারীর প্রাচীন পেশাকে বৃদ্ধাঙ্গুলী দেখায়। একইসঙ্গে দিকভ্রান্ত কিশোরীদের জীবনকে থিয়েটারের পবিত্র ছায়ায় টেনে আনতে চায়। বন্যা মির্জা এতে অভিনয় করবেন ‘শরৎশশী’র চরিত্রে।
বাংলাদেশ সময় : ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪