ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গুগল সার্চ ইঞ্জিনে সেরা নায়লা নাঈম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪
গুগল সার্চ ইঞ্জিনে সেরা নায়লা নাঈম নায়লা নাঈম

এ বছরটা ভালোই কাটছে মডেল নায়লা নাঈমের। বাংলাদেশি তারকা হিসেবে গুগল সার্চ ইঞ্জিনে ২০১৪ সালে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে তাকে।

আর এটা শোনার পর থেকে দারুণ খুশি তিনি।

এ প্রসঙ্গে নায়লা নাঈম তার ফেসবুকে লিখেছেন, ‘গুগল এ বছর সার্চ ইঞ্জিন ব্যবহার করে শীর্ষ অনুসন্ধানবিষয়ক প্রতিবেদন প্রকাশ করেছে। বাংলাদেশ থেকে গুগল সার্চ ইঞ্জিনে সবচেয়ে বেশিবার যেসব ব্যক্তিকে সার্চ করা হয়েছে, সেই লিস্টে বাংলাদেশীদের মধ্যে শীর্ষে অবস্থান করা আসলে এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল আমার কাছে। ’

পৃথিবীতে মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসার চেয়ে বড় কোনো পুরস্কার একজন শিল্পীর জন্য আর কিছুই হতে পারে না। গুগলের মাধ্যমে বিষয়টি আবারও উপলব্ধি করেছেন নায়লা নাঈম।

বললেন, ‘মানুষের ভালোবাসার জন্যই আমি গুগল সার্চে নাম্বার এক পজিশনে এসেছি। সবাই আমাকে বলতেন আমি নতুন ধারার প্রবর্তক। সামনে আমার ভালো কিছু কাজ রিলিজ হবে। আমি যেন আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারি এবং ভালোবাসা ধরে রাখতে পারি সামনের দিনগুলোতে। ’

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।