এ বছরটা ভালোই কাটছে মডেল নায়লা নাঈমের। বাংলাদেশি তারকা হিসেবে গুগল সার্চ ইঞ্জিনে ২০১৪ সালে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে তাকে।
এ প্রসঙ্গে নায়লা নাঈম তার ফেসবুকে লিখেছেন, ‘গুগল এ বছর সার্চ ইঞ্জিন ব্যবহার করে শীর্ষ অনুসন্ধানবিষয়ক প্রতিবেদন প্রকাশ করেছে। বাংলাদেশ থেকে গুগল সার্চ ইঞ্জিনে সবচেয়ে বেশিবার যেসব ব্যক্তিকে সার্চ করা হয়েছে, সেই লিস্টে বাংলাদেশীদের মধ্যে শীর্ষে অবস্থান করা আসলে এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল আমার কাছে। ’
পৃথিবীতে মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসার চেয়ে বড় কোনো পুরস্কার একজন শিল্পীর জন্য আর কিছুই হতে পারে না। গুগলের মাধ্যমে বিষয়টি আবারও উপলব্ধি করেছেন নায়লা নাঈম।
বললেন, ‘মানুষের ভালোবাসার জন্যই আমি গুগল সার্চে নাম্বার এক পজিশনে এসেছি। সবাই আমাকে বলতেন আমি নতুন ধারার প্রবর্তক। সামনে আমার ভালো কিছু কাজ রিলিজ হবে। আমি যেন আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারি এবং ভালোবাসা ধরে রাখতে পারি সামনের দিনগুলোতে। ’
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪