অর্ণব মানেই অন্যরকম গানের পসরা। ‘চাইনা ভাবিস’ (২০০৫), ‘হোক কলরব’ (২০০৬), ‘ডুব’ (২০০৮), ‘রোদ বলেছে হবে’ (২০১০) অ্যালবামগুলোর শ্রোতারা সেকথা জানেন।
ফেসবুকে নিজের পেজে শ্রমের মূল্য না পাওয়ার হতাশা ব্যক্ত করেছেন অর্ণব। তিনি লিখেছেন, ‘অবশেষে আমার সব গান কিনতে পাওয়া যাচ্ছে সর্বত্র। ১০ বছর পেরিয়ে গেলো, কখনও একটা টাকাও পেলাম না। আমার গানগুলো সবাইকে বিনামূল্যেই দিয়েছি এতোদিন। যদি মনে হয় আমি সহযোগিতা পেতে পারি তাহলে আমার ডাকে সাড়া দিন। টাকা দিয়ে গান কিনুন, শুনুন। এখনই সময়। সবাইকে বিশ্বাস করি আর শ্রোতাদের ওপর আমার আস্থাও আছে। একদিন প্রয়োজন হলে সবার সহায়তা নেওয়ার সুযোগ চাইবো। ভালোবাসি সবাইকে। ’
এ প্রসঙ্গে জানতে চাইলে অর্ণব বাংলানিউজকে মুঠোফোনে বলেন, ‘এখন পর্যন্ত অডিও প্রকাশকদের কাছ থেকে কোনো টাকা আমার পকেটে আসেনি। দেখা যাক সামনে পাই কি-না! আর আমার সব গান এখন আইটিউন, অ্যামাজন ডটকম, গুগলস প্লেতে পাওয়া যাচ্ছে। ’
ওপার বাংলা থেকেও অর্ণবের গান নিয়ে অ্যালবাম বেরিয়েছে। কলকাতার ছবিতে গান করেছেন তিনি। গানের বাইরে অর্ণব আঁকাআঁকি করেন। সামনে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করার জন্য লন্ডনে যাওয়ার কথা রয়েছে তার। তার আগেই প্রকাশ হতে পারে অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস ব্যান্ডের নতুন অ্যালবাম।
বাংলাদেশ সময় : ১৪২৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪