ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভাড়াটে খুনি নিলয়!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
ভাড়াটে খুনি নিলয়! নিলয়

‘মেয়েদের সঙ্গে প্রেম করে এমন চরিত্র তো অনেক হলো। এবার পেশাদার খুনির চরিত্রে পাওয়া যাবে নিলয়কে।

‘অন্ধকারে জোনাকির আলো’ নামের টেলিছবিটি লিখেছেন ও পরিচালনা করেছেন দেবাশীষ বড়–য়া দীপ।

টেলিছবির গল্পে দেখা যাবে, আবির (নিলয়) ভাড়াটে খুনি। জেরিন ভেবে জারার সঙ্গে প্রেম করে আবির। সে পরে জানতে পারে, পুলিশ জেরিনকে আটকে রেখেছে এবং জারা তার কাছে এসেছে পুলিশকে সহযোগিতার জন্য।

এই টেলিছবিতে নিলয়ের সহশিল্পী ঈশানা ও প্রীতি। সম্প্রতি সিলেটের বিভিন্ন জায়গায় পাঁচদিন কাজ শেষ করে ঢাকায় ফিরেছেন তারা। শিগগিরই একটি টিভি চ্যানেলে প্রচার হবে এটি।

বাংলাদেশ সময় : ১২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।