ঢাকা: চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন তার মা নীলুফার চৌধুরী ওরফে নীলা চৌধুরী। রোববার (২১ ডিসেম্বর) তিনি তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিতে সময়ের আবেদন জানিয়েছেন ঢাকার সিএমএম আদালতে।
শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অমিত কুমার দে সময়ের আবেদন মঞ্জুর করে আগামী বছরের ২১ জানুয়ারি নারাজি দাখিলের দিন ধার্য করেছেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান জনপ্রিয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ওরফে ইমন ওরফে সালমান শাহ। সে সময় এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলায় রুপান্তরিত করার আবেদন জানান তিনি। অপমৃত্যুর মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত।
সালমান শাহের মৃত্যুর ঘটনাটি তদন্ত করে ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি। চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহের মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে উল্লেখ করা হয়। ওই বছরের ২৫ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে ওই চূড়ান্ত প্রতিবেদন গৃহীত হয়। সিআইডি’র প্রতিবেদন প্রত্যাখ্যান করে তার পিতা কমর উদ্দিন আহমদ চৌধুরী রিভিশন মামলা দায়ের করেন।
২০০৩ সালের ১৯ মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠান আদালত। এরপর প্রায় ১২ বছরে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে ছিল। দীর্ঘদিন ধরে বাদীপক্ষ আদালতে সাক্ষী হাজির না করায় তদন্ত প্রতিবেদন দাখিল বিলম্বিত হয়।
অবশেষে গত ৩ আগস্ট ঢাকার সিএমএম বিকাশ কুমার সাহার কাছে বিচার বিভাগীয় তদন্তের প্রতিবেদন দাখিল করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক। ওই প্রতিবেদনে সালমান শাহের মৃত্যুকে ‘অপমৃত্যু’ হিসাবে উল্লেখ করা হয়।
মামলার বাদী সালমান শাহের বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী মারা যাওয়ায় প্রতিবেদনটির বিরুদ্ধে নারাজি দিতে রোববার আদালতে আবেদন জানিয়েছেন তার মা নীলুফার চৌধুরী ওরফে নীলা চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪