ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শানের সঙ্গে প্রথমবার দ্বৈত গানে কন্ঠ দিলেন পড়শী। এর প্রথম দুই লাইন হচ্ছে ‘তোর ছায়াতে থাকতে চাই, অল্প আদর মাখতে চাই…।
প্রসেনের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ডাব্বু ঘোষাল। ১৭ ডিসেম্বর মুম্বাইয়ের এসবি স্টুডিওতে এর রেকর্ডিং হয়েছে।
পড়শী বাংলানিউজকে বলেন, ‘এ গানটির জন্য ১৬ ডিসেম্বর ভারতে গিয়েছিলাম। গানটি গেয়ে বেশ ভালো লেগেছে। আশা করছি, এটি শ্রোতাদের পছন্দ হবে। আমি ঢাকায় ফিরেছি ১৮ ডিসেম্বর। ’
‘মেন্টাল’ ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি। এ ছবিতে অভিনয় করছেন শাকিব খান, তিশা, আঁচল ও পড়শী।
জানা যায়, ভারতের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী সনু নিগামের সঙ্গেও পড়শীর একটি ছবিতে গান গাওয়ার কথা চলছে।
* (পাশের ছবিতে) রেকর্ডিংয়ের পর পড়শী ও ডাব্বু ঘোষাল
বাংলাদেশ সময় : ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪