একা একটি প্রেক্ষাগৃহ হোক বা মাল্টিপ্লেক্স- সবখানেই আমির খানের নতুন ছবি ‘পিকে’র টিকিটের দাম চড়া রেখেছেন পরিবেশকরা। এ কারণে অনেক প্রেক্ষাগৃহ ছবিটি নিতে পারেনি।
অযাচিত ও অনৈতিক কিছু দেখলে বরাবরই সোচ্চার হন সালমান। সাধারণ দর্শকদের দৃষ্টিকোণ থেকে ‘পিকে’র টিকিটের দাম চড়া রাখার বিষয়টি মেনে নিতে পারছেন না তিনি। এরই মধ্যে আমিরকে টিকিটের দাম কমানোর জন্য বলে দিয়েছেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা।
টিকিটের দাম বেশি হওয়ায় জিসেভেন মাল্টিপ্লেক্স ও মারাঠা মন্দিরে মুক্তি পায়নি ‘পিকে’। সালমান বলেছেন, ‘টিকিটের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে হওয়া উচিত নয়। ছবি নিশ্চয়ই লাভের জন্য তৈরি হয় না, দর্শককে বিনোদন দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আমরা এভাবেই চিন্তা করি। ’
আমিরকে ‘পিকে’র টিকিটের দাম গড়পড়তা রাখার আহ্বান জানিয়েছেন সালমান। অর্থের দিকটি গুরুত্ব না দেওয়ার জন্য সতর্কও করে দিয়েছেন তিনি। ‘সত্যমেভ জয়তে’র মতো অনুষ্ঠান সঞ্চালনার পরও কেনো মধ্যবিত্তদের কথা আমির ভাবলেন না, তা নিয়ে বিস্মিত অনেকে।
রাজকুমার হিরানি পরিচালিত ‘পিকে’ মুক্তি পেয়েছে ১৯ ডিসেম্বর। দুই দিনেই এটি আয় করেছে ৫৬ কোটি ৯৭ লাখ রুপি। প্রথম দিন ২৬ কোটি ৬৩ লাখ আর দ্বিতীয় দিন । সর্বকালের সেরা ওপেনিংয়ের দিক দিয়ে এর অবস্থান সাতে। ছবিটি প্রযোজনা করেছেন বিধু বিনোদ চোপড়া।
‘পিকে’ ছবিতে আমিরের সহশিল্পীরা হলেন সঞ্জয় দত্ত, আনুশকা শর্মা, সুশান্ত সিং রাজপুত, বোমান ইরানি প্রমুখ।
বাংলাদেশ সময় : ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪