ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিটিভির দুই শতাধিক চুক্তিভিত্তিক কর্মীর অপেক্ষা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
বিটিভির দুই শতাধিক চুক্তিভিত্তিক কর্মীর অপেক্ষা

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ৫০ বছর পূর্তি হচ্ছে ২৫ ডিসেম্বর। প্রতিষ্ঠাবার্ষিকীতে বিটিভি ভবনে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ দিনটির অপেক্ষায় রয়েছেন চ্যানেলটির বার্তা ও অনুষ্ঠান বিভাগে কর্মরত চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীরা।

সবারই প্রত্যাশা, এদিনই প্রধানমন্ত্রী চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব খাতে আনার ঘোষণা দেবেন। ইতোমধ্যে এ দাবি জানিয়ে দুশতাধিক কর্মী স্বাক্ষরিত এক স্মারকলিপি প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। এতে দীর্ঘদিন চুক্তিভিত্তিকভাবে নিয়োগপ্রাপ্ত বিটিভির কর্মীরা তাদের চাকরি স্থায়ীকরণের লক্ষ্যে একমাত্র দাবিটি তুলে ধরেছেন।

সংশ্লিষ্ট সবাই আশা করছেন, সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণের বিষয়ে ঘোষণা দেবেন।

রাষ্ট্রীয় একমাত্র এ টিভি চ্যানেলের বার্তা ও অনুষ্ঠান বিভাগে গুরুত্বপূর্ণ সকল পদে কর্মরত অধিকাংশ কর্মীই বর্তমানে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত।

বাংলাদেশ সময় : ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।