ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নিশো চান বদলে দিতে, অপর্ণা পারেন না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
নিশো চান বদলে দিতে, অপর্ণা পারেন না ‘জীবন বদল’ নাটকে অপর্ণা ও আফরান নিশো

অপর্ণা ও নিশো ভালোবেসে বিয়ে করেছিলেন। অপর্ণার বাঙালিয়ানা আর অন্তর্মুখী জীবনযাপন নিশোর সঙ্গে তার দূরত্ব তৈরি করেছে।

ভালোবাসায়ও ছেদ পড়ছে।

নিশো বহুজাতিক প্রতিষ্ঠানের একজন নির্বাহী। তিনি আধুনিক আর বহির্মুখী জীবনযাপনে অভ্যস্ত। স্ত্রীকে পার্টিও উপযোগী অতিআধুনিক সাজে দেখতে চান নিশো।

কিন্তু নিজেকে বদলাতে পারেন না অপর্ণা। তাই স্বামীর ঘর ছাড়ছেন তিনি। এটি ‘জীবন বদল’ নাটকের গল্প।

নাটকটি লিখেছেন মাহমুদ দিদার, পরিচালনা করেছেন আশিকুর রহমান। সম্প্রতি রাজধানীর উত্তরা ও পান্থপথে এর দৃশ্যধারণ হয়েছে। এতে অপর্ণাকে অপলা চরিত্রে আর নিশোকে দেখা যাবে সুজাত চরিত্রে। শিগগিরই একটি টিভি চ্যানেলে প্রচার হবে ‘জীবন বদল’।

‘জীবন বদল’ প্রসঙ্গে অপর্ণা বাংলানিউজকে বলেন, ‘অপলা পার্টিগার্ল নয়। তাই জিন্স, টি-শার্ট পরে না সে। সুজাত চেষ্টা করেছিল অপলাকে নিজের মতো বানাতে। স্বামীর ইচ্ছা পূরণের চেষ্টাও করেছিলো সে, কিন্তু শেষ পর্যন্ত পারে না। নাটকটির সঙ্গে দর্শকরা নিজেদের সহজেই সম্পৃক্ত করতে পারবেন। এটা আমাদের চারপাশের মধ্যবিত্ত জীবনের গল্প। ’

বাংলাদেশ সময় : ১৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।