কলকাতার জনপ্রিয় গায়ক, সুরকার ও গীতিকার নচিকেতা চক্রবর্তীর সুরে গান গাইলেন বাংলাদেশের নবীন গায়িকা লুবনা লিমি। সম্প্রতি নচিকেতার সুরে দুটি গানে কণ্ঠ দেন তিনি।
সুর করার পাশাপাশি গান দুটির সুর-সংগীতও করেছেন নচিকেতা। সম্প্রতি নচিকেতা বাংলাদেশে এলে ঢাকার একটি স্টুডিওতে গান দুটির রেকর্ডিং হয়। নচিকেতার সুরে গান গাওয়া প্রসঙ্গে লুবনা লিমি বলেন, ‘ছোটবেলা থেকেই আমি নচিকেতার গানের ভক্ত। তাঁর লেখা ও সুর আমাকে খুব টানত। ইচ্ছে ছিল কখনো সুযোগ পেলে তাঁর কথা-সুরে গান করব। এবার সেটা করতে পারায় আমি খুব হ্যাপী! আশাকরি গান দুটি সবাই পছন্দ করবেন। ’
নিজের দ্বিতীয় একক অ্যালবামে গান দুটি প্রকাশ করবেন বলেও জানান এই গায়িকা। নাম চূড়ান্ত না হওয়া এই অ্যালবামটি ২০১৫ সালের মাঝামাঝিতে বাজারে আসবে। নচিকেতার পাশাপাশি এই অ্যালবামটির সুর ও সংগীত করছেন মানাম আহমেদ, সেতু চৌধুরী ও পৃথ্বিরাজ। অ্যালবামের গানের কথা লিখেছেন নচিকেতা, রবিউল ইসলাম জীবন, সেতু চৌধুরী ও পৃথ্বিরাজ।
উল্লেখ্য, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে মি লেভেল থেকে প্রকাশ পায় লুবনা লিমির প্রথম একক অ্যালবাম ‘সত্যি বলছি ছয়’।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪