ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নচিকেতার সুরে গাইলেন লুবনা লিমি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
নচিকেতার সুরে গাইলেন লুবনা লিমি লুবনা লিমি ও নচিকেতা চক্রবর্তী

কলকাতার জনপ্রিয় গায়ক, সুরকার ও গীতিকার নচিকেতা চক্রবর্তীর সুরে গান গাইলেন বাংলাদেশের নবীন গায়িকা লুবনা লিমি। সম্প্রতি নচিকেতার সুরে দুটি গানে কণ্ঠ দেন  তিনি।

গান দুটির শিরোনাম ‘রাত জোনাকী’ এবং ‘আরো আরো পেরিয়ে’।

সুর করার পাশাপাশি গান দুটির সুর-সংগীতও করেছেন নচিকেতা। সম্প্রতি নচিকেতা বাংলাদেশে এলে ঢাকার একটি স্টুডিওতে গান দুটির রেকর্ডিং হয়। নচিকেতার সুরে গান গাওয়া প্রসঙ্গে লুবনা লিমি বলেন, ‘ছোটবেলা থেকেই আমি নচিকেতার গানের ভক্ত। তাঁর লেখা ও সুর আমাকে খুব টানত। ইচ্ছে ছিল কখনো সুযোগ পেলে তাঁর কথা-সুরে গান করব। এবার সেটা করতে পারায় আমি খুব হ্যাপী! আশাকরি গান দুটি সবাই পছন্দ করবেন। ’

নিজের দ্বিতীয় একক অ্যালবামে গান দুটি প্রকাশ করবেন বলেও জানান এই গায়িকা। নাম চূড়ান্ত না হওয়া এই অ্যালবামটি ২০১৫ সালের মাঝামাঝিতে বাজারে আসবে। নচিকেতার পাশাপাশি এই অ্যালবামটির সুর ও সংগীত করছেন মানাম আহমেদ, সেতু চৌধুরী ও পৃথ্বিরাজ। অ্যালবামের গানের কথা লিখেছেন নচিকেতা, রবিউল ইসলাম জীবন, সেতু চৌধুরী ও পৃথ্বিরাজ।
 
উল্লেখ্য, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে মি লেভেল থেকে প্রকাশ পায় লুবনা লিমির প্রথম একক অ্যালবাম ‘সত্যি বলছি ছয়’।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।