বিজয়ের মাসে নির্মিত হল নতুন গান ‘শোন মানুষ’। খন্দকার বাপ্পি ও ইশরাক হোসেনের কণ্ঠে এ গানটির অডিও অনলাইন ও ভিডিওটি ইউটিউবের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
গানটির মূল থিম হল প্রতিবাদ। মডেল অন্তু করিমসহ প্রায় অর্ধশতাধিক মডেল নিয়ে নির্মিত হয়েছে এই ভিডিওচিত্র।
গানের ভিডিওচিত্র নির্মাণ করেন খন্দকার বাপ্পি ও দেশী টায়রো টিম। বাংলাদেশের পাশাপাশি বিদেশী বংশোদ্ভূত বাঙালিরা তথ্য প্রযুক্তির মাধ্যমে এই ভিডিওচিত্রে অংশগ্রহণ করেন। গানটি কক্সবাজার, সাভার, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুটিং করা হয়েছে।
শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমার টাইটেল গান হিসেবে দেখা যাবে। এই প্রসঙ্গে খন্দকার বাপ্পি বলেন, ‘গান হচ্ছে প্রতিবাদের একটি ভাষা। আমরা এই গানের মাধ্যমে দেশসহ সারা বিশ্বের মানুষের প্রতি অন্যায়-অবিচারের প্রতিবাদ জানাচ্ছি। ’
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪