এবারও হাড়কাপুনি শীতে দুর্ভোগ পোহাতে হচ্ছে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে। তীব্র শীতেও খোলা আকাশের নিচেই থরথর করে দিন কাটাতে হয় তাদেরকে।
আগে থেকেই প্রতি বছর শীতার্তদের পাশে দাঁড়াচ্ছেন ন্যান্সি। তাকে এ কাজে উদ্বুদ্ধ করতেন মা। তিনি এখন চিরনিদ্রায় শায়িত আছেন নেত্রকোনায়। সেখানেই নিজের গ্রামের বাড়িতে ৫০০ দরিদ্র ব্যক্তিকে শীতবস্ত্র বিতরণ করেছেন ন্যান্সি। গত ১৮ ডিসেম্বর মহাদেবপুর, কুমড়ী, চল্লিশা মাদ্রাসা ও এতিমখানা, হিরণপুর জাউসী মাদ্রাসায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র দেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। এ সময় তার পাশে ছিলেন কন্যাসন্তান রোদেলা ও স্বামী জায়েদ।
শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘সেদিন ঘরে ফেরার পথে দেখলাম কিছু বয়স্ক মানুষ রাস্তার পাশে গুটিসুটি হয়ে শুয়ে আছে। তখনই মনে পড়ে গেলো আমার নিজ গ্রাম আর গ্রামের আশেপাশের দরিদ্র মানুষগুলোর কথা। তারা আমাকে গ্রামে যেতে দেখলেই ‘আমাদের মেয়ে, আমাদের মেয়ে’ বলে গর্বের আওয়াজ ছাড়ে। তাই তাদের জন্য শীতবস্ত্র কিনে গ্রামে গিয়েছিলাম। ’
শীতার্ত মানুষের প্রতি সর্বস্তরের মানুষকে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে ন্যান্সি আরও বলেন, ‘কোনো একটি সেবামূলক ভালো কাজ করলে আরেকটি ভালো কাজ করার অনুপ্রেরণা পাওয়া যায়। ’
বাংলাদেশ সময় : ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪