ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ব্লকবাস্টার সিনেমাসে হবিট ট্রিলজির শেষটা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
ব্লকবাস্টার সিনেমাসে হবিট ট্রিলজির শেষটা দৃ্শ্য : ‘দ্য হবিট : দ্য ব্যাটেল অব দ্য ফাইভ আর্মিস’

ব্রিটিশ লেখক জে.আর. আর. টলকিনের লেখা উপন্যাস নিয়ে ‘দ্য লর্ড অব দ্য রিংস’ ট্রিলজি বানিয়ে দুনিয়া কাঁপিয়ে দিয়েছিলেন পরিচালক পিটার জ্যাকসন। ওই ট্রিলজির প্রিক্যুয়েল ‘দ্য হবিট’ নিয়ে ট্রিলজি পরিচালনা করলেন তিনি।

২০১২ সালে ‘দ্য হবিট : অ্যান আনএক্সপেক্টেড জার্নি’ ও গত বছর ‘দ্য হবিট : দ্য ডেসোলেশন অব স্মগ’ মুক্তি পেয়েছে। এই সিরিজের শেষ ছবি ‘দ্য হবিট : দ্য ব্যাটেল অব দ্য ফাইভ আর্মিস’ মুক্তি পেয়েছে গত ১৭ ডিসেম্বর। এবার এটি মুক্তি পাচ্ছে ঢাকায়। আগামী ২৬ ডিসেম্বর থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে চলবে ছবিটি।  

এবারের ছবিতেও স্মগ নামী বিকট ড্রাগনের হাত থেকে রাজ্যের সমৃদ্ধি সুরক্ষা করার জন্য প্রাণপণ লড়ে যায় বিলবো ও তার সঙ্গীরা। এতে অভিনয় করেছেন আয়ান ম্যাকেলেন, মার্টিন ফ্রিম্যান, রিচার্ড আর্মিটেজ, লুক ইভান্স, ইভাঞ্জেলিন লিলি ও অরল্যান্ডো ব্লুম, বেনেডিক্ট কাম্বারব্যাচ, কেট ব্ল্যানচেট প্রমুখ।

ঢাকায় মুক্তি উপলক্ষে আগামী ২৩ নভেম্বর রাত ৭টায় আমন্ত্রিত অতিথিদের জন্য ছবিটির প্রিমিয়ার শো অনুষ্টিত হবে।

বাংলাদেশ সময় : ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।