ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফের হাসপাতালে চাষী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
ফের হাসপাতালে চাষী চাষী নজরুল ইসলাম

নিজের প্রতি আস্থা রেখে গত ১৭ ডিসেম্বর বাড়ি ফিরেছিলেন একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম। কিন্তু বাসা নিয়ে যাবার পর অবস্থার অবনতি ঘটলে ২৮ ডিসেম্বর রাত থেকে তাকে আবারো ল্যাবএইড হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রাখা হয়।

মৃত্যুর শংকা নিয়ে তিনি শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছেন। এমনটিই জানালেন তার স্ত্রী জ্যোৎস্না কাজী।

তিনি বাংলানিউজকে বলেন, ‘এখন আর বলার কিছু নেই। আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। সবার দোয়া চাই। ’

উল্লেখ্য, চাষী নজরুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ল্যাব এইড হাসপাতালে চিকিৎসা নেয়ার পর গত বৃহস্পতিবার তার কমলাপুরের বাসায় ফেরেন। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে পুনরায় তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়। সৈয়দ মো. আকরাম হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন চাষী নজরুল ইসলাম। ৭ ডিসেম্বর থেকে তিনি হাসপাতালে ভর্তি হন।

চাষী নজরুল ইসলামের জন্ম ১৯৪১ সালের ২৩ অক্টোবর। কাজের স্বীকৃতি হিসেবে একুশে পদক পেয়েছেন গুণী এ চলচ্চিত্রনির্মাতা। স্বাধীনতার পর প্রথম মুক্তিযুদ্ধের ছবি ‘ওরা ১১ জন’ পরিচালনা করে দারুণ প্রশংসিত হন তিনি। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ওরা ১১ জন, সংগ্রাম, দেবদাস, মিয়া ভাই, বেহুলা লক্ষ্মীন্দর, পদ্মা মেঘনা যমুনা, হাঙর নদী গ্রেনেড, হাছন রাজা, মেঘের পরে মেঘ, শস্তি, সুভা ইত্যাদি।

** মৃত্যুর শংকা নিয়ে ঘরে ফিরছেন চাষী নজরুল ইসলাম

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।