ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আনুশকার ছবি দেখে ফোনে বিরাটের ঝগড়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
আনুশকার ছবি দেখে ফোনে বিরাটের ঝগড়া আনুশকা শর্মা

নিজেদের প্রেম-প্রীতির খবর জনসমক্ষে বুক ফুলিয়ে স্বীকার করেছেন আনুশকা শর্মা ও ভারতের টগবগে ক্রিকেটার বিরাট কোহলি। ভালোবাসার সাম্পানে ভালোই সময় কাটছিলো দু’জনের, হঠাৎই ছন্দপতন।

২৬ বছর বয়সী আনুশকার সঙ্গে ফোনে রীতিমতো ঝগড়া করেছেন বিরাট। কারণ কী?

জিকিউ সাময়িকীর ডিসেম্বর সংখ্যার প্রচ্ছদকন্যা হয়েছেন আনুশকা। এতেও কোনো সমস্যা ছিলো না। কিন্তু এই পত্রিকায় প্রকাশিত প্রেমিকার যৌন আবেদনময়ী স্থিরচিত্রগুলো রাগিয়ে দিয়েছে বিরাটকে। প্রচ্ছদের বিষয়বস্তু ছিলো ভিন্ন মেজাজে আনুশকা। এতে স্বল্পবসনা হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন৷ এর আগে তাকে এতোটা খোলামেলাভাবে কোনো সংবাদমাধ্যমের জন্য ছবি তুলতে দেখা যায়নি। সব ছবিতেই তাকে দেখা গেছে বিকিনি ও অন্তর্বাসে।

প্রেমিকার এসব দেখে বেশ হতাশ হয়ে পড়েছেন বিরাট। তিনি এখন অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের সঙ্গে আছেন। সেখান থেকে ফোন করে নিজের অসন্তোষ প্রকাশ করেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। একটি সূত্র জানিয়েছে, দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ বচসাও হয়। প্রেমিকা এ ধরনের ছবি তুলবেন এটা মোটেও আশা করেননি বিরাট। তাই ক্ষুব্ধ হয়ে পড়েছেন তিনি।

ব্যক্তিজীবনে বিরাটের সঙ্গে ঝগড়া হলেও রূপালি পর্দায় আনুশকার অবস্থা এখন রমরমা। তার নতুন ছবি ‘পিকে’ এক সপ্তাহে আয় করে ফেলেছে ৯৫ কোটি ২১ লাখ রুপি। রাজকুমার হিরানির পরিচালনায় ছবিটিতে আনুশকা অভিনয় করেছেন আমির খান, সঞ্জয় দত্ত ও সুশান্ত সিং রাজপুতের সঙ্গে।

* (পাশের ছবিতে) বিরাট কোহলি ও আনুশকা শর্মা

* আনুশকা শর্মার ফটোসেশনের ভিডিও :


বাংলাদেশ সময় : ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।