ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ওপারে ‘ম্যাকবেথ’ ও ‘জনমাংক’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
ওপারে ‘ম্যাকবেথ’ ও ‘জনমাংক’ দৃশ্য : ‘ম্যাকবেথ’

অনীক নাট্যদলের আয়োজনে ২১ ডিসেম্বর থেকে কলকাতায় চলছে গঙ্গা যমুনা নাট্যোৎসব। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এই আয়োজনে অংশ নিচ্ছে পদাতিক নাট্য সংসদ। ঢাকার দলটি তাদের দর্শকপ্রিয় দু’টি নাটক ‘ম্যাকবেথ’ ও ‘জনমাংক’ নিয়ে গেছে কলকাতায়।

 ‘ম্যাকবেথ’ পরপর দুই দিন প্রদর্শিত হবে ভিন্ন দু’টি মঞ্চে। ২৮ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় বিজয়গড়ের নিরঞ্জন সদনে উঠবে ‘ম্যাকবেথ’। পরদিন একই সময়ে এটি আবারও দেখা যাবে একাডেমী মঞ্চে। ‘ম্যাকবেথ’ পদাতিক নাট্য সংসদের ৩৬তম প্রযোজনা। উইলিয়ামের শেকসপিয়রের ‘ম্যাকবেথ’ বাংলায় অনুবাদ করেছেন সৈয়দ শামসুল হক, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।

ম্যাকবেথ চরিত্রে অভিনয় করছেন শাখাওয়াত হোসেন শিমুল। লেডি ম্যাকবেথ রূপে দেখা যাবে শামছি আরা সায়েকাকে। এ ছাড়াও আছেন হামিদুর রহমান পাপ্পু, ইকরাম, শুভ, জনি, রাসেল, ওয়ালিদ, জুয়েল, জয়, তন্ময়, নাজিম ও মশিউর রহমান।

মধুসুদন মঞ্চে ৩০ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চায়ন হবে পদাতিকের ‘জনমাংক’। এটি দলের ৩২তম প্রযোজনা। লিখেছেন নাসরিন মুস্তাফা, নিদের্শনা দিচ্ছেন মীর মেহেবুব আলম নাহিদ। সমুদ্র বেষ্ঠিত এক জনপদের বেঁচে থাকার গল্প উঠে এসেছে নাটকটিতে।

বাংলাদেশ সময় : ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।