এখন সুমাইয়া শিমুর খবর তেমন একটা নেই। অভিনয় কমিয়ে দিয়েছেন উল্লেখযোগ্যহারে।
এদিকে শিমুর নতুন খবর এসেছে। তার অভিনীত নতুন ধারাবাহিক নাটকের প্রচার শুরু হচ্ছে। নাম ‘জীবনের অলিগলি’। লিখেছেন ফজলুল হক আকাশ, পরিচালনায় ফজলুর রহমান।
‘জীবনের অলিগলি’ সম্প্রতি নির্মিত নয়। বেশ আগেই এর দৃশ্যধারণে অংশ নিয়েছিলেন সুমাইয়া শিমু। নাটকটি নিয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মুঠোফোনে সাড়া দেননি।
তিনটি পরিবার, পরাগ-কাকনের প্রেম, পরাগের স্বার্থপরতা, কাকনের সরলতা- এসব নিয়েই এগিয়েছে নাটকটির কাহিনী। এতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, আনিসুর রহমান মিলন, নওশীন, হোমায়রা হিমু, শিরিন বকুল, ডাঃ এজাজ, সাঈদ বাবু প্রমুখ। এটিএন বাংলায় ২৩ ডিসেম্বর রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে এর প্রথম পর্ব।
* (ওপরের ছবিতে) ‘জীবনের অলিগলি’ নাটকে সুমাইয়া শিমু ও আনিসুর রহমান মিলন
বাংলাদেশ সময় : ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪