ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সুমাইয়া শিমুর নতুন খবর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
সুমাইয়া শিমুর নতুন খবর সুমাইয়া শিমু

এখন সুমাইয়া শিমুর খবর তেমন একটা নেই। অভিনয় কমিয়ে দিয়েছেন উল্লেখযোগ্যহারে।

পর্দায় উপস্থিতিও কম। শুটিংয়ের খবর শোনা যাচ্ছে না। তাহলে করছেন কি শিমু? বাতাসে ভেসে বেড়াচ্ছে গুজব- বিয়ে ঠিকঠাক। আজকালের মধ্যেই নাকি পিঁড়িতে বসে পড়বেন তিনি! শিমুর মুখ থেকে এ সুসংবাদ না পাওয়া পর্যন্ত গুজবে কান না দেওয়াই ভালো।

এদিকে শিমুর নতুন খবর এসেছে। তার অভিনীত নতুন ধারাবাহিক নাটকের প্রচার শুরু হচ্ছে। নাম ‘জীবনের অলিগলি’। লিখেছেন ফজলুল হক আকাশ, পরিচালনায় ফজলুর রহমান।

‘জীবনের অলিগলি’ সম্প্রতি নির্মিত নয়। বেশ আগেই এর দৃশ্যধারণে অংশ নিয়েছিলেন সুমাইয়া শিমু। নাটকটি নিয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মুঠোফোনে সাড়া দেননি।

তিনটি পরিবার, পরাগ-কাকনের প্রেম, পরাগের স্বার্থপরতা, কাকনের সরলতা- এসব নিয়েই এগিয়েছে নাটকটির কাহিনী। এতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, আনিসুর রহমান মিলন, নওশীন, হোমায়রা হিমু, শিরিন বকুল, ডাঃ এজাজ, সাঈদ বাবু প্রমুখ। এটিএন বাংলায় ২৩ ডিসেম্বর রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে এর প্রথম পর্ব।

* (ওপরের ছবিতে) ‘জীবনের অলিগলি’ নাটকে সুমাইয়া শিমু ও আনিসুর রহমান মিলন

বাংলাদেশ সময় : ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।