ডেডলাইন ২ জানুয়ারি। প্রমিথিউস ব্যান্ডের বিপ্লব আসছেন নতুন রূপে।
বিপ্লবের কণ্ঠ এবার আর সুরেলা নয়, কর্কশ। ভারী গলায় দাম্ভিক, কলিজা কাঁপানো সংলাপ। তিনি অপরাধ জগতের মানুষ। ফিল্মি ভাষায় ‘ভিলেন’। এই খল চরিত্রে বিপ্লব অভিনয় করেছেন ‘গেম’ চলচ্চিত্রে। এবারই প্রথম বড় পর্দার জন্য অভিনয় করলেন তিনি।
রয়েল-অনিক পরিচালিত ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়ে গেছে। এটি মুক্তি পাচ্ছে নতুন ইংরেজি বছরের ২ জানুয়ারি। শুধু অভিনয় নয়, ছবিটির শিরোনাম-সংগীতের সুর-সংগীত পরিচালনা করেছেন এবং গেয়েছেন বিপ্লব।
‘গেম’ ছবিতে আরও আছেন নিরব, অমৃতা, ইরফান খান, মুকিত প্রমুখ। এর কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া শৌখিন।
বাংলাদেশ সময় : ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪