অপি করিম মুম্বাইয়ে। ঘুরতে নয়, কাজেই গিয়েছিলেন তিনি।
মুম্বাইয়ে অপি গিয়েছেন ঠিকই, ক্যামেরার সামনেও দাঁড়িয়েছেন। তবে নাটক কিংবা চলচ্চিত্রের জন্য নয়, বিজ্ঞাপনচিত্রের জন্য। এ মাসের মাঝামাঝি এর দৃশ্যধারণ হয় সেখানে। এটি নির্মাণ করেছেন শাহরিয়ার শাকিল। চিত্রগ্রহণ করেছেন ভারতের রাজেশ রাঠোড়। কোরিওগ্রাফি করেছেন জেসমিন ওজা।
সবকিছু তো জানা হলো, পণ্যটি কীসের? নির্মাতা শাহরিয়ার শাকিল এখনই সেটা ফাঁস করতে নারাজ। আরেকটু সবুর করতে বলে রেখেছেন তিনি।
বাংলাদেশ সময় : ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪