দীর্ঘদিনের সঙ্গী ডেভিড ফার্নিশকে অবশেষে বিয়ে করলেন ব্রিটিশ সংগীতশিল্পী স্যার এলটন জন। গত ২১ ডিসেম্বর তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ইনস্টাগ্রাম ওয়েবসাইটে গোলাপ ফুলের ছাপচিত্রের আবহে বানানো বিয়ের আমন্ত্রনপত্র পোস্ট করেন এলটন। তাতে লেখা- ‘স্যার এলটন জন ও ডেভিড ফারনিশ ২১ ডিসেম্বর, রোববার তাদের বিয়ের অনুষ্ঠানে আপনি অংশ নিলে ব্যাপারটা আনন্দদায়ক হবে। ’
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সিদ্ধান্তে গত মার্চে ব্রিটেনে সমকামীদের বিয়ে আনুষ্ঠানিকভাবে আইনি স্বীকৃতি পেয়েছে। তাই এতদিন একই ছাদের নিচে থাকার পর এবার নিজেদের সম্পর্ককে বৈধতা দিলেন এলটন জন ও ডেভিড ফারনিশ।
লন্ডনের ২৫ মাইল পশ্চিমে উইন্ডসরে এলটন জনের বাড়িতেই হয়েছে এই বিয়ে। এখানে অতিথি আপ্যায়নের জন্য ছিলো গরুর মাংস, দোপেয়াজো মাখা পিৎজা এবং বিয়ের কেক। অতিথি তালিকায় ছিলেন ফুটবলার ডেভিড বেকহ্যাম ও গায়িকা-ডিজাইনার ভিক্টোরিয়া বেকহ্যাম দম্পতি, অভিনেত্রী এলিজাবেথ হার্লি এবং এলটন-ডেভিডের পুত্রসন্তান জাচারি (৪ বছর) ও এলিজা (১ বছর)।
২০০৫ সালে এলটন জন ও ডেভিড ফারনিশের সম্পর্কের ব্যাপারটি চাউর হয়ে যায়। তখন থেকে সমকামিতা ও হিজড়া গোষ্ঠীর পক্ষে সমর্থন জানিয়ে এসেছেন এলটন। চলতি বছর রাশিয়ায় সমকামিতা নিষিদ্ধ করায় তিনি এর তীব্র নিন্দা জানান।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪