১০০ জন অচেনা পুরুষের সঙ্গে রাতের আলোয় নৈশভোজ করবেন সানি লিওন। তারা সবাই ম্যানকাইন্ড ফার্মার অ্যাডিকশন ডিও প্রতিযোগিতার ভাগ্যবান বিজয়ী।
প্রতিযোগিতায় জিতলেই ১০০ জন ভাগ্যবান পুরুষ সানি লিওনের সঙ্গে কথা বলা ও নৈশভোজ করার সুযোগ পাবেন বলে ঘোষণা দেওয়া হয়। কারণ দুই বছর ধরে ম্যানকাইন্ড ফার্মার অ্যাডিকশন ডিও এবং ম্যানফোর্স জন্মনিরোধক পণ্যের মডেল হিসেবে কাজ করছেন ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী।
১ জুলাই শুরু হয়ে প্রতিযোগিতাটি শেষ হয় ৮ অক্টোবর। এতে নাম নিবন্ধন করেন ১০ হাজার পুরুষ। গত ২০ ডিসেম্বর রাতে দ্য অর্কিড হোটেলে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে বেছে নেওয়া হয় ১০০ জন ভাগ্যবান বিজয়ীকে।
১০০ জন পুরুষের সঙ্গে নৈশভোজের সুযোগ পেয়ে বেশ আনন্দিত সানি লিওন। বিজয়ীদের সঙ্গে খানাপিনার পাশাপাশি অটোগ্রাফ দেবেন ও ছবি তুলবেন তিনি। এক বিবৃতিতে বলিউডের এই অভিনেত্রী বলেন, ‘এই প্রতিযোগিতার অংশ হতে পারা আমার জীবনের স্মরণীয় আয়োজনের মধ্যে অন্যতম। ’
সানি লিওনের হাতে এখন আছে ‘মাস্তিজাদে’ ও ‘লীলা’ এবং ‘টিনা অ্যান্ড লোলো’ ছবিগুলো। এ বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেয়েও ইন্টারনেটে তাকেই বেশি খুঁজেছে মানুষ। তাই তার সঙ্গে নৈশভোজ করার সুযোগ পেয়ে নিশ্চয়ই বাঁধভাঙা আনন্দে ভাসছেন ১০০ জন বিজয়ী।
বাংলাদেশ সময় : ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪