ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অনলাইন টিভিতে তপুর মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪
অনলাইন টিভিতে তপুর মিউজিক ভিডিও তপু / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নতুন মিউজিক ভিডিও নিয়ে প্রস্তুত জনপ্রিয় সংগীতশিল্পী তপু। তার সর্বশেষ একক অ্যালবাম ‘আর তোমাকে’র শিরোনাম-সংগীতের ভিডিও তৈরি হয়েছে।

২৪ ডিসেম্বর থেকে শুধু অনলাইন টিভি পপকর্নলাইভে (www.popcornlive.tv) দেখা যাবে এটি।

অনলাইনে এবারই প্রথম মিউজিক ভিডিও উন্মুক্ত করছেন তপু। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন অনলাইনের জোয়ার চলছে। সেজন্যই এ সিদ্ধান্ত নিয়েছি। এতে করে শ্রোতাদের আরও বেশি কাছে থাকার যাবে বলে আশা রাখি। মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগলে আমার প্রয়াস সার্থক হবে। ’

‘আর তোমাকে’ গানটির গল্প জানাতে গিয়ে তপু বলেন, ‘কনসার্টে সংগীত পরিবেশন করতে গিয়ে পরিবারের সদস্যদের মিস করছিলাম। সে সময় এ গানটি লেখা। ’

বাংলাদেশ সময় : ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।