ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ইন্দিরা গান্ধী সেন্টারে রবীন্দ্রসংগীত সন্ধ্যা শুক্রবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪
ইন্দিরা গান্ধী সেন্টারে রবীন্দ্রসংগীত সন্ধ্যা শুক্রবার অভিক দেব ও অভয়া দত্ত

ঢাকা: রাজধানীর গুলশানে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে (আইজিসিসি) রবীন্দ্রসংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এই সংগীত আসর অনুষ্ঠিত হবে।

এতে সংগীত পরিবেশন করবেন রবীন্দ্রসংগীত শিল্পী অভিক দেব ও অভয়া দত্ত।

অভিক দেব উদীয়মান রবীন্দ্রসংগীত শিল্পী। তিনি উপমহাদেশের বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার ‘সুরের ধারা’র একজন প্রশিক্ষিত শিল্পী। দীর্ঘ ৫ বছর ধরে তিনি এর সঙ্গে জড়িত। এছাড়াও, অভিক দেব বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা ও বাংলাদেশ রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদ থেকে প্রশিক্ষণ নিয়েছেন। তিনি বংলাদেশ টেলিভিশন ও রেডিওর একজন পরিচিত শিল্পী।

এদিকে, রবীন্দ্রসংগীত সন্ধ্যার আরেক শিল্পী অভয়া দত্ত বহুমুখী প্রতিভার শিল্পী। তিনি সব ধরনের ররীন্দ্রসংগীতে সুর তোলেন। অভয়া দত্ত রবীন্দ্রসংগীত শিখেছেন- ওয়াহিদুল হক, সানজিদা খাতুন, রাশবিহারী চক্রবর্তী, মিতা হকের মতো বিখ্যাত শিল্পীদের কাছ থেকে। তিনি ৬ বছর মেয়াদী রবীন্দ্রসংগীত প্রশিক্ষণে প্রথমও হয়েছেন।

তিনি জয়িতা রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদের সঙ্গে যুক্ত। এছাড়া অভয়া দত্ত বর্তমানে ছায়ানট সংগীত বিদ্যায়তনের শিক্ষক হিসেবে কাজ করছেন।

গুলশানে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে (আইজিসিসি) শুক্রবার রবীন্দ্রসংগীত সন্ধ্যা সবার জন্য উন্মুক্ত থাকছে। অনুষ্ঠানটি হবে- ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, গুলশান-১ বাড়ি নং ৩৫, রোড নং ২৪।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।