জাপানে বাহারি সব পোশাক পরে মঞ্চ মাতালেন ইমি, রুমা, বুলবুল টুম্পা, হীরা, সুমাইয়া, লিমিসহ দেশের র্যাম্প অঙ্গনের কয়েকজন মডেল।
২০ ডিসেম্বর জাপানের নারিতা-শি বিমানবন্দরে পৌঁছে নিজেদের দলীয় ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন ইমি।
‘বিজয় মেলা‘ নামক এ ফ্যাশন শোর কোরিওগ্রাফী করেছেন বুলবুল টুম্পা।
এদিকে মাছরাঙা টিভিতে প্রতি সোম থেকে বৃহস্পতিবার রাত ১১টায় প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘অপূর্বা’। এখানে অভিনয় করছেন ইমি। র্যাম্প মডেলদের মধ্যে রুমা আর হীরাও অভিনয় করেন নাটকে।
বাংলাদেশ সময় : ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪