উইলিয়াম শেকসপিয়ারের ‘টেমিং অব দ্য শ্রু’ অবলম্বনে ‘মুখরা রমনী বশীকরণ’ মঞ্চে এসেছে অনেকবার। এবারও আসছে।
তিনি বলছেন, ‘শেকসপিয়ারের সময়কালে এক ভ্রাম্যমান নাটুয়াদল এ পালা প্রদর্শন করতো বলে জানা যায়। তাদের রীতি কেমন ছিলো, সেটা এখন অজানা। এ প্রযোজনায় বাঙলার ঐতিহ্যবাহী নাট্যরীতির অমূল্য আঙ্গিক ‘সঙ’কেই প্রাধান্য দেয়া হয়েছে। বাদ যায়নি পাশ্চাত্যের ক্লাউন রীতিও। প্রাচ্য ও পাশ্চাত্যের প্রথাগত বিরোধকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে সচেতনভাবে। ’
‘মুখরা রমনী বশীকরণ’ অনুবাদ করেছেন মুনীর চৌধুরী। পারফর্ম করবেন কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থীরা। আবহ সঙ্গীত করেছেন নীলা সাহা।
বাংলাদেশ সময় : ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪