ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফ্যাশন নয়, হৃদয় খতম করছেন মালাইকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪
ফ্যাশন নয়, হৃদয় খতম করছেন মালাইকা! মালাইকা অরোরা খান

বলিউডের সবচেয়ে জনপ্রিয় আইটেম কন্যা বলা হয় মালাইকা অরোরা খানকে। ‘ছাইয়া ছাইয়া’, ‘মুন্নি বদনাম হুই’, ‘আনারকলি ডিস্কো চালি’, ‘পাণ্ডেজী সিটি’  গানগুলোই এর প্রমাণ।

বরাবরের মতো আরেকটি আইটেম গানে নেচে দর্শক মাতাতে শুরু করেছেন তিনি। এটি রয়েছে ‘ডলি কি ডোলি’ ছবিতে।

মালাইকা এবার নেচেছেন ‘ফ্যাশন খতম’ শিরোনামের গানে। এর কথা লিখেছেন দানিশ সাবরি, সুর ও সংগীত পরিচালনা করেছেন সাজিদ-ওয়াজিদ। এতে কণ্ঠ দিয়েছেন ‘মুন্নি বদনাম হুই’ গানের গায়িকা মমতা শর্মা আর ওয়াজিদ। গানটিতে মালাইকার সহশিল্পী ছিলেন ছবিটির অভিনেতা রাজকুমার যাদব। এতে দেখা গেছে প্রধান নায়িকা সোনম কাপুরকেও।

অভিষেক দোগরা পরিচালিত ‘ডলি কি ডোলি’ প্রযোজনা করেছেন মালাইকার স্বামী আরবাজ খান। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ২৩ জানুয়ারি।

* ‘ফ্যাশন খতম’ গানের ভিডিও :


বাংলাদেশ সময় : ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।