বলিউডের সবচেয়ে জনপ্রিয় আইটেম কন্যা বলা হয় মালাইকা অরোরা খানকে। ‘ছাইয়া ছাইয়া’, ‘মুন্নি বদনাম হুই’, ‘আনারকলি ডিস্কো চালি’, ‘পাণ্ডেজী সিটি’ গানগুলোই এর প্রমাণ।
মালাইকা এবার নেচেছেন ‘ফ্যাশন খতম’ শিরোনামের গানে। এর কথা লিখেছেন দানিশ সাবরি, সুর ও সংগীত পরিচালনা করেছেন সাজিদ-ওয়াজিদ। এতে কণ্ঠ দিয়েছেন ‘মুন্নি বদনাম হুই’ গানের গায়িকা মমতা শর্মা আর ওয়াজিদ। গানটিতে মালাইকার সহশিল্পী ছিলেন ছবিটির অভিনেতা রাজকুমার যাদব। এতে দেখা গেছে প্রধান নায়িকা সোনম কাপুরকেও।
অভিষেক দোগরা পরিচালিত ‘ডলি কি ডোলি’ প্রযোজনা করেছেন মালাইকার স্বামী আরবাজ খান। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ২৩ জানুয়ারি।
* ‘ফ্যাশন খতম’ গানের ভিডিও :
বাংলাদেশ সময় : ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪