ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রাহাতের সঙ্গীতায়োজন শফি’র ‘গুরু গো’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪
রাহাতের সঙ্গীতায়োজন শফি’র ‘গুরু গো’ ডিজে রাহাত ও বাউলশিল্পী শফি মন্ডল

বাউলশিল্পী শফি মন্ডলের নতুন একক অ্যালবাম 'গুরু গো' সম্প্রতি প্রকাশিত হয়েছে। ডিজে রাহাতের সঙ্গীতায়োজনে এতে বাউল সম্রাট শাহ আবদুল করিমের গান ও লালনগীতিসহ বেশ কিছু প্রাচীন লোকগান রয়েছে।

বিজয় দিবসে চ্যানেল আই প্রাঙ্গণে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়।

ইমপ্রেস অডিও ভিশন থেকে প্রকাশিত`গুরু গো’ অ্যালবামের গানগুলোর শিরোনাম হচ্ছে, 'আমি অপার হয়ে', 'কানার হাট-বাজার', 'দিল কি দয়া', ‘করিমানা’, 'আমায় ভাসাইলি রে', 'কৃষ্ণ', 'মিলন হবে কত দিনে', 'খ্যাপা রে', 'তিন পাগল', 'আগে কী সুন্দর' ও 'সাধের লাউ'।

এ প্রসঙ্গে বাউলশিল্পী শফি মন্ডল বলেন, 'গুরু গো অ্যালবামটি আমার তৃতীয় একক অ্যালবাম। সবাই এখন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলছে। বাউলদেরও উচিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা। নতুন নতুন প্রযুক্তি মানুষের জন্যই তৈরি হচ্ছে। তাই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আমিও বিশেষ সঙ্গীতায়োজনে এবার গান গাইলাম। ’

ডিজে রাহাত বাংলানিউজকে বলেন, ‘এর আগেও একটি অ্যালবামের সঙ্গীতায়োজন করেছিলাম। তবে এটি আমার দ্বিতীয়বারের মতো করা। তা‌ই আগের সব ভূল সংশোধন করে আসল সুর ঠিক রেখে এবং প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আর্ন্তজাতিক মানের হয়েছে এ অ্যালবামটি। আশা করছি, সবার পছন্দ হবে গানগুলো। ’

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।