ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বড়দিনের টিভি আয়োজন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪
বড়দিনের টিভি আয়োজন মাছরাঙা টিভির ‘বড় আনন্দ’ অনুষ্ঠানে ঈশিতার নাচ

খ্রিষ্টধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন ২৫ ডিসেম্বর। এ দিনে খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট জন্মগ্রহণ করেছিলেন।

পৃথিবীর অধিকাংশ দেশেই বড়দিন একটি প্রধান উৎসব তথা সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়। বাংলাদেশেও পালিত হয় বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে। এ দিনটিকে ঘিরে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠান।

খ্রীষ্টোৎসব
এটিএন বাংলায় সকাল ১১টা ২০ মিনিটে প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘খ্রীষ্টোৎসব’। পরিচালনা সেলিম দৌলা খান।

আদি ও অন্ত
এটিএন বাংলায় দুপুর ১টা ২৫ মিনিটে প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘নব আনন্দে জাগো’। পরিচালনা নাহিদ রহমান।

ক্রিস্টমাস চাইমস
এসএ টিভিতে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে বড়দিনের অনুষ্ঠান ‘ক্রিস্টমাস চাইমস’। প্রযোজনা কামরুজ্জামান

তারকালাপ
আরটিভির নিয়মিত তারকা টকশো ‘তারকালাপ’। ক্রিস্টমাস ডে উপলক্ষে এ দিন অনুষ্ঠানটিতে আমন্ত্রণ জানানো হয়েছে ফাদার মারিও রিগ্যানকে। প্রচার হবে ১০টা ৪০ মিনিটে।

ওয়ান্ডারফুল ক্রিস্টমাস
বৈশাখী টিভিতে সকাল ১১টায় প্রচার হবে ‘ওয়ান্ডারফুল ক্রিস্টমাস’। হোটেল ঢাকা রিজেন্সি থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানে শিশুদের জন্য থাকছে শান্তাক্লজ উপহার, জাদু, নাচ-গান। এ ছাড়া এ অনুষ্ঠানে গাইবেন ফেরদৌস ওয়াহিদ।

ওহ পিটার
মাছরাঙা টিভিতে দুপুর ৩ টায় প্রচার হবে নাটক ‘ওহ পিটার’। লিখেছেন ও পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু। অভিনয়ে ঈশিতা, মাজনুন মিজান, স্বাগতা প্রমুখ।

বড় আনন্দ
মাছরাঙা টিভিতে রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘বড় আনন্দ’। উপস্থাপনায় এস আই টুটুল। গান গাইবেন এন্ড্রু কিশোর, তপন চৌধুরী, কণা ও ন্যান্সি। থাকবে ঈশিতার নাচ। আরও থাকবে ইমন, নিরব, মুনমুন, সাজু খাদেম ও দেবাশীষ বিশ্বাসের পরিবেশনা। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন কবির বকুল।

বড়দিন : যুগ থেকে যুগান্তরে
মাছরাঙা টিভিতে রাত ৯টায় রয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠান ‘বড় দিন: যুগ থেকে যুগান্তরে’। ডেভিড প্রণব দাসের গ্রন্থনা ও পরিকল্পনায় বর্ণাঢ্য এ অনুষ্ঠানে নাচ, গান, অভিনয়সহ বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করেছেন রিপা লিজা রোজারিও, সুমিত দেউড়ি, অথৈ, ব্যাপ্টিস্ট চার্চ চিল্ড্রেন গ্রুপ, ইম্মানুয়েল চার্চ ও শিপ অব হ্যাভেনের শিল্পীবৃন্দ। উপস্থাপনায় আলবিনো জর্জ ও জ্যাকলিন জুঁই। প্রযোজনা স্বীকৃতি প্রসাদ বড়–য়া।

উৎসবে বড়দিন
জিটিভিতে রাত ৮টায় প্রচার হবে ‘উৎসবে বড়দিন’। আকাশ সাঈদ হাসানের গ্রন্থনা ও এইচ.এ.এম রাজনের প্রযোজনায় নির্মিত এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ত্বাহা চৌধুরী।

তুমি আমি তিনজনা
একুশে টিভিতে সকাল সাড়ে ৯টায় প্রচার হবে নাটক ‘তুমি আমি তিনজনা’। পরিচালনা চয়নিকা চৌধুরী। অভিনয়ে অপূর্ব, তারিন, টুটুল প্রমুখ।

সাদা মন ধূসর পৃথিবী
একুশে টিভিতে রাত ১০টা ১০ মিনিটে প্রচার হবে নাটক ‘সাদা মন ধূসর পৃথিবী’। পরিচালনা রিশিতা জাহান। অভিনয়ে সজল ও তিশা।

লো তার আগমন
বাংলাভিশনে বিকাল ৫টা ২০ মিনিটে প্রচার হবে ‘হলো তার আগমন’। অনুষ্ঠানে সান্তা ক্লজকে নিয়ে থাকছে একটি নাটিকা। সান্তা ক্লজের চরিত্রে অভিনয় করেছেন ফখরুজ্জামান। বড়দিনের নাচ, গানও থাকবে এ আয়োজনে। প্রযোজনা করেছেন আবু হানিফ।

বাংলাদেশ সময় : ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।