একটি বড় কোম্পানীর দায়িত্বে আছেন সাদিয়া ইসলাম মৌ। কিন্তু প্রায়ই একটি চাইনিজ রেস্তোরাঁয় বসে একা একা মদ্য পান করেন।
এমনই একটি কাহিনী নিয়ে নির্মাণ করা হয়েছে নাটক ‘ব্রোকেন হার্ট’। এটি রচনা ও পরিচালনা করেছেন নাসিম সাহনিক।
সম্প্রতি ঢাকার উত্তরার বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। এখানে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শারমিন নিপু , প্রিয়া আলম , লিপিকা আহমেদ , তানিন সুভা প্রমুখ।
নাটকটি প্রসঙ্গে সাদিয়া ইসলাম মৌ বাংলানিউজকে বলেন , ‘নাটকটির চিত্রনাট্য বেশ চমৎকার। এখানে আমাকে নাবিলা, আর অপূর্বকে রুপমের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। কাহিনীতেও বেশ চমক রয়েছে। মাতালের অভিনয় করতে গিয়ে বেশ মজা পেয়েছি। ’
পরিচালক সূত্রে জানা গেছে, নাটকটি খুব শিগগিরই যে কোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪