ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কষ্ট ভোলার জন্য মদ্যপান করছেন মৌ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪
কষ্ট ভোলার জন্য মদ্যপান করছেন মৌ! ‘ব্রোকেন হার্ট’ নাটকের দৃশ্যে সাদিয়া ইসলাম মৌ

একটি বড় কোম্পানীর দায়িত্বে আছেন সাদিয়া ইসলাম মৌ। কিন্তু প্রায়ই একটি চাইনিজ রেস্তোরাঁয় বসে একা একা মদ্য পান করেন।

কিন্তু একদিন তাকে মদ্য পান করে মাতাল হয়ে পড়ে থাকতে দেখেন অপূর্ব। এরপর সে জানার চেষ্টা করে কি কষ্টের কারণে তার এই অস্বাভাবিক আচারণ। কারণ অপূর্ব মনে মনে পছন্দ করে ফেলেন মৌকে। কিন্তু যখন মৌ এর সকল ঘটনা জানতে পারের তখন কাহিনী মোড় নেয় অন্যদিকে।

এমনই একটি কাহিনী নিয়ে নির্মাণ করা হয়েছে নাটক ‘ব্রোকেন হার্ট’। এটি রচনা ও পরিচালনা করেছেন নাসিম সাহনিক।
সম্প্রতি ঢাকার উত্তরার বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। এখানে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শারমিন নিপু , প্রিয়া আলম , লিপিকা আহমেদ , তানিন সুভা প্রমুখ।

নাটকটি প্রসঙ্গে সাদিয়া ইসলাম মৌ বাংলানিউজকে বলেন , ‘নাটকটির চিত্রনাট্য বেশ চমৎকার। এখানে আমাকে নাবিলা, আর অপূর্বকে রুপমের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। কাহিনীতেও বেশ চমক রয়েছে। মাতালের অভিনয় করতে গিয়ে বেশ মজা পেয়েছি। ’

পরিচালক সূত্রে জানা গেছে, নাটকটি খুব শিগগিরই যে কোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।