ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ফাগুন রাতে’র ভিডিও নিয়ে ফারাবী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪
‘ফাগুন রাতে’র ভিডিও নিয়ে ফারাবী ‘ফাগুন রাতে’ গানের ভিডিওতে মডেল শেহজাদ ওমর ও এমিলি জান্নাত

‘হৃদয় মিক্সড থ্রি’ অ্যালবামের মাধ্যমে সংগীতাঙ্গনে অভিষেক হয় কণ্ঠশিল্পী ফারাবীর। এরপর অর্ধশত মিশ্র অ্যালবামে গেয়েছেন তিনি।

গত ঈদে সিডি চয়েস থেকে বাজারে আসে তার প্রথম একক অ্যালবাম ‘মন বোঝে না’। এতে স্থান পাওয়া ‘ফাগুন রাতে’ শিরোনামের গানের মিউজিক ভিডিও তৈরি হয়েছে।

এটাই ফারাবীর প্রথম মিউজিক ভিডিও। সম্প্রতি পূবাইলে এর দৃশ্যধারণ হয়েছে। এটি নির্মাণ করেছেন রাশেদ মজুমদার। এতে মডেল হয়েছেন শেহজাদ ওমর ও এমিলি জান্নাত। রেজাউর রহমান রিজভীর কথায় এ গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন শাহেদ। তিনি ফারাবীর সঙ্গে গানটিতে কণ্ঠও দিয়েছেন।

নতুন ভিডিও নিয়ে ফারাবী বাংলানিউজকে বলেন, ‘গানটি আমার বেশ পছন্দের। ভিডিওটি অনেক যত্ন করে নির্মাণ করেছেন রাশেদ ভাই। আশা করছি, সবার পছন্দ হবে এটি। ’

ভেলভেট এন্টারটেইনমেন্টের প্রযোজনায় মিউজিক ভিডিওটি শিগগিরই দেশের বিভিন্ন টিভি চ্যানেলে দেখা যাবে।

বাংলাদেশ সময় : ১৩২১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।