‘হৃদয় মিক্সড থ্রি’ অ্যালবামের মাধ্যমে সংগীতাঙ্গনে অভিষেক হয় কণ্ঠশিল্পী ফারাবীর। এরপর অর্ধশত মিশ্র অ্যালবামে গেয়েছেন তিনি।
এটাই ফারাবীর প্রথম মিউজিক ভিডিও। সম্প্রতি পূবাইলে এর দৃশ্যধারণ হয়েছে। এটি নির্মাণ করেছেন রাশেদ মজুমদার। এতে মডেল হয়েছেন শেহজাদ ওমর ও এমিলি জান্নাত। রেজাউর রহমান রিজভীর কথায় এ গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন শাহেদ। তিনি ফারাবীর সঙ্গে গানটিতে কণ্ঠও দিয়েছেন।
নতুন ভিডিও নিয়ে ফারাবী বাংলানিউজকে বলেন, ‘গানটি আমার বেশ পছন্দের। ভিডিওটি অনেক যত্ন করে নির্মাণ করেছেন রাশেদ ভাই। আশা করছি, সবার পছন্দ হবে এটি। ’
ভেলভেট এন্টারটেইনমেন্টের প্রযোজনায় মিউজিক ভিডিওটি শিগগিরই দেশের বিভিন্ন টিভি চ্যানেলে দেখা যাবে।
বাংলাদেশ সময় : ১৩২১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪