ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

উর্মিলাকে প্রেমের চিরকুট দিলেন নিশো!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪
উর্মিলাকে প্রেমের চিরকুট দিলেন নিশো! ‘চিরকুট’ নাটকের দৃশ্যে আফরান নিশো ও উর্মিলা

প্রযুক্তির এই যুগেও চিঠি আর চিরকুটের আবেদন ফুরায়নি। সেটাই মনে করিয়ে দিলেন আফরান নিশো।

তাই প্রথম দেখাতেই উর্মিলার প্রেমে পড়ে তাকে প্রেমের চিরকুট দিলেন তিনি। বাস্তবে নয়, এ দৃশ্য দেখা যাবে ‘চিরকুট’ নামের একটি নাটকে। লিখেছেন ও পরিচালনা করেছেন তানিম পারভেজ।

নাটকটিতে নিশোকে অর্ক আর ঊর্মিলাকে দেখা যাবে নীলা চরিত্রে। এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে নীলাকে  দেখে তার প্রেমে পড়ে অর্ক। নীলারও ছেলেটিকে ভালো লেগে যায়। কিন্তু কেউ কাউকে কিছু বলতে পারে না। এর কিছুদিন পর কাকতলীয়ভাবে এক বাসস্ট্যান্ডে তাদের দেখা ও কথা হয়। এক পর্যায়ে কোনো উপায় না পেয়ে নীলাকে চিরকুটে লিখে প্রেম নিবেদন করে অর্ক।

‘চিরকুট’-এ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কোয়েল, ফারজানা ফারা, অনি প্রমুখ। টম ক্রিয়েশন্সের প্রযোজনায় ২৬ ডিসেম্বর রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে নাটক ‘চিরকুট’।

বাংলাদেশ সময় : ১৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।