২৬ ডিসেম্বর বেসরকারি টিভি চ্যানেল আরটিভি ৯ পেরিয়ে ১০ বছরে পদার্পণ করছে। আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদিনই থাকছে নানা আয়োজন।
২৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে সংগীতানুষ্ঠান ‘উৎসবে আনন্দে আজ এবং আগামীর’। উপস্থাপনার পাশাপাশি এতে আবৃত্তি করবেন মাহিদুল ইসলাম। সংগীত পরিবেশনায় ফাতেমা তুজ জোহরা, ইয়াসমিন মুসতারী, চন্দনা মজুমদার, অনুপমা মুক্তি, অনিমা রায় প্রমুখ। বিকেল ৫টায় রয়েছে আরেকটি সঙ্গীতানুষ্ঠান সরাসরি দেখানো হবে। ইশিকার উপস্থাপনায় এতে গান গেয়ে শোনাবেন রিজিয়া পারভীন, দিনাত জাহান মুন্নী, আসিফ আকবর, নির্ঝর, কিশোর প্রমুখ।
১০টা ৪০ মিনিটে স্টুডিও থেকে সরাসরি দেখানো হবে ‘তারকালাপ’। ১২টা ১০ মিনিটে রয়েছে শাকিব খান ও অপু বিশ্বাস জুটির ছবি ‘মনে প্রাণে আছো তুমি’। রাত ৮টা ২০ মিনিটে থাকছে বিইউ শুভর রচনা ও পরিচালনায় নাটক ‘বেলা শেষে’। অভিনয়ে অপূর্ব, মম ও উর্মিলা। রাত ৯টায় রয়েছে নাটক ‘দ নয় ধ’। আশরাফুল চনচলের রচনা ও হিমেল আশরাফে পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও অপর্ণা। রাত ১১টা ২০ মিনিটে প্রচার হবে ‘আমি আর মা’।
১০ বছরে পা রাখা প্রসঙ্গে আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান বলেন, ‘আমরা সব বয়সী দর্শকদের উপযোগী করে চ্যানেলটি গড়ে তুলতে চাই। সে লক্ষ্যে আরটিভির একদল প্রগতিশীল ও কর্মঠ কর্মীবাহিনী সবসময় নিয়োজিত রয়েছে দর্শকদের নান্দনিক চাহিদা পূরণে। আমাদের এই পথচলায় সবসময় দর্শকদের সঙ্গে পেয়েছি, সেজন্য আমরা কৃতজ্ঞ। ’
বাংলাদেশ সময় : ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪