ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বছরের শেষ ছয় দিন শুধুই সুন্দরীদের নাটক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪
বছরের শেষ ছয় দিন শুধুই সুন্দরীদের নাটক (বাঁ থেকে) আজমেরী হক বাঁধন, অপর্ণা, নিশা ও টয়া

পুরনো ইংরেজি বছরের শেষ ছয় দিন জিটিভি আয়োজন করছে ‘লাক্স স্টার ইয়ার অ্যান্ড ড্রামা ফেস্টিভ্যাল’। ২৬ থেকে ৩১ ডিসেম্বর প্রতিদিন সন্ধ্যা ৬টায় বেসরকারি চ্যানেলটিতে বিশেষ নাটক প্রচার হবে।

এগুলোতে অভিনয় করেছেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার সুন্দরীরা।

উৎসবের প্রথম দিন ২৬ ডিসেম্বর প্রচার হবে তমাল ও খালিশের রচনা এবং সুজন বড়ুয়ার পরিচালনায় ‘এলেং’, এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার, মারজুক রাসেল, নাদিয়া নদী ও ইমতু। ২৭ ডিসেম্বর রয়েছে ‘প্রবেশ নিষেধ’। ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন আরফান নিশো, অপর্ণা, রওনক হাসান, আরাবি ও হাসান আজাদ।

২৮ ডিসেম্বর থাকছে মোস্তফা মননের রচনা ও শাহীন স্বাধীন পরিচালিত ‘যে জীবন গল্পের মতো’, অভিনয়ে নিশা, শ্যামল মওলা, স্পর্শিয়া এবং ঝুনা চৌধুরী। ২৯ ডিসেম্বর প্রচার হবে ‘ক্রেডিট কার্ড’। ৩০ ডিসেম্বর রয়েছে শহীদুল শাকিলের রচনা ও হুমায়ুন সাধুর পরিচালনায় ‘ওটু’, অভিনয়ে হাসান মাসুদ, আজমেরী হক বাঁধন, ডিজে রাহাত, রাহা ও কাশফিয়া।

উৎসবের শেষ দিন ৩১ ডিসেম্বর প্রচার হবে ইমেল হকের রচনা ও পরিচালনায় নাটক ‘বিন্দু থেকে বৃত্ত’। এতে অভিনয় করেছেন তিশা, শতাব্দী ওয়াদুদ, টয়া ও হাসান আজাদ।

বাংলাদেশ সময় : ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।