প্রথম বাংলা টেলিভিশন বিটিভি (বাংলাদেশ টেলিভিশন) ২৫ ডিসেম্বর সুবর্ণজয়ন্তীতে পদার্পণ করেছে। এদিন সকালে এ উপলক্ষে দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল আই আয়োজন করে ‘বাংলাদেশ টেলিভিশনের পঞ্চাশ বছর’ শিরোনামে মিলনমেলার।
চ্যানেল আই ভবনের ছাদে আয়োজিত এই মিলনমেলায় সকাল সাড়ে ৭টায় আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। এরপরই অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মৃতিতাড়িত আবেগময় অনুষ্ঠান। চ্যানেল আই পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক মুকিত মজুমদার বাবু, জেনারেল ম্যানেজার (অনুুষ্ঠান) আমীরুল ইসলাম প্রমুখ। বিটিভির প্রবীণ-নবীণের স্মৃতিচারণার পাশাপাশি অনুষ্ঠানে গান গেয়ে শোনান রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার শিল্পীরা।
আলী ইমাম ও মৌসুমী বড়ুয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে ছিলেন জামিল চৌধুরী, কামাল লোহানী, আজাদ রহমান, ফেরদৌসী মজুমদার, রামেন্দু মজুমদার, ম. হামিদ, খ. ম. হারুন, সরকার ফিরোজ, আলী ইমাম, সৈয়দ হাসান ইমাম, খায়রুল আলম সবুজ, কেকা ফেরদৌসী, আব্দুন নূর তুষার, তারিক আনাম খান, নিমা রহমান, আল মনসুর, কেয়া চৌধুরী, লুৎফর রহমান রিটন, নরেশ ভূঁইয়া, কনা রেজা, শিরিন বকুল, মাহবুবা রেজানুর, শামস সুমন, রেজানুর রহমান, ফেরদৌস বাপ্পি, মহসিন রেজা, আফরোজা বানু, হাফিজুর রহমান সবুজ, ইসরারুল হক, রেজাউল করিম, মনোজ সেনগুপ্ত, কামরুন্নেসা হাসান, আলাউদ্দিন আহমেদ, ফিরোজ মাহমুদ, ফারুক ভূঁইয়া, আহসান হাবিব, কেরামত মওলা, গোলাম মোস্তফা, মহিউদ্দিন ফারুক প্রমুখ।
বাংলাদেশ সময় : ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪