অস্কারের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ২৯ ডিসেম্বর শুরু হবে মনোনয়ন তালিকা নির্বাচনের ভোটগ্রহণ।
গীতু মোহনদাস পরিচালিত ভারতীয় ছবি ‘লায়ারস ডাইস’ বাদ পড়েছে তালিকা থেকে। বাংলাদেশের ‘জোনাকির আলো’ও স্থান পায়নি এতে। এবার রেকর্ডসংখ্যক ৮৩টি ছবি জমা পড়েছিলো বিদেশি ছবির বিভাগে।
সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নেওয়া ছবিগুলো হলো ডেমিয়েন সিফরন পরিচালিত ‘ওয়াইল্ড টেলস’ (আর্জেন্টিনা), জারা উরুশাজের ‘ট্যাঙ্গারিনেস’ (এস্টোনিয়া), জর্জ ওভাশভিলি পরিচালিত ‘কন আইল্যান্ড’ (জর্জিয়া), আবদেররহমানে সিসাকোর ‘টিম্বুকটু’ (মরিটানিয়া), পলা ভ্যান ডার ওয়েস্ট পরিচালিত ‘অ্যাকিউসড’ (নেদারল্যান্ডস), পাউয়েল পাউলিকোস্কির ‘আইডা’ (পোল্যান্ড), আন্ড্রে জিভিয়াজিন্তসেভ পরিচালিত ‘লেভিয়াথান’ (রাশিয়া), রুবেন ওস্টলান্ডের ‘ফোর্স ম্যাজিউর’ (সুইডেন) এবং আলবার্তো আরভেলো পরিচালিত ‘দ্য লিবারেটর’ (ভেনেজুয়েলা)।
সংক্ষিপ্ত তালিকা থাকা ছবিগুলোর মধ্যে সমালোচকরা এগিয়ে রাখছেন ‘লেভিয়াথান’কে। চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছে এটি।
এবারের অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে আগামী বছরের ১৫ জানুয়ারি। হলিউডের ডলবি থিয়েটারে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের ৮৭তম আসর বসবে ২২ ফেব্রুয়ারি। এটি উপস্থাপনা করবেন অভিনেতা নীল প্যাট্রিক হ্যারিস।
বাংলাদেশ সময় : ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪
** অস্কারের আনুষ্ঠানিকতা শুরু
** অস্কারের নতুন উপস্থাপক
** অস্কারের বিদেশি ভাষার ছবির শাখায় রেকর্ড
** অস্কারে যাচ্ছে ‘জোনাকির আলো’