(বাঁ থেকে) হিউ জ্যাকম্যান ও টেলর সুইফট
‘এক্স-মেন’ তারকা হিউ জ্যাকম্যানের ভক্তের অভাব নেই। এ তালিকায় সাধারণ মানুষ তো আছেই, তারকাদের কাছেও তিনি প্রিয়।
এই যেমন টেলর সুইফট। মার্কিন এই গায়িকার ভীষণ প্রিয় অভিনেতা হলেন জ্যাকম্যান। তাই নিলামে তার টি-শার্ট উঠতে দেখে সেটা কিনে ফেললেন তিনি। এজন্য ২৫ বছর বয়সী এই তারকাকে গুনতে হয়েছে ৬ হাজার মার্কিন ডলার।
জানা গেছে, বড়দিনে জ্যাকম্যানের মঞ্চনাটক ‘দ্য রিভার’ দেখতে গিয়েছিলেন সুইফট। এরপরই তিনি অংশ নেন ওই নিলামে। এখান থেকে সংগৃহীত সব টাকাই দান করা হবে এইডস প্রতিরোধে। সুইফটের কেনা টি-শার্টটি অভিনয় করার সময় পরেছিলেন জ্যাকম্যান।
বাংলাদেশ সময় : ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।