ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বড়দিনটা যেভাবে কাটলো লরেন্সের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
বড়দিনটা যেভাবে কাটলো লরেন্সের

বড়দিনের সত্যিকারের মানেটা ভালোই জানেন জেনিফার লরেন্স। সেজন্যই হয়তো উৎসবের দিনটি তিনি কাটালেন অসুস্থ শিশুদের মাঝে।

কোসাইর চিলড্রেন’স হাসপাতালে ২৪ বছর বয়সী এই অভিনেত্রীকে পেয়ে হাসি ফুটেছে একরাশ কচিকাঁচার মুখে।

বড়দিনের আনন্দ উপভোগের জন্য নিজের জন্মস্থান কেন্টাকির লুসিয়ানায় গিয়েছিলেন লরেন্স। সেখানেই ছোটদের ওই হাসপাতালে কয়েকজন অসুস্থ শিশুকে দেখে আসেন তিনি। তাদেরকে বেশ কিছুক্ষণ সান্নিধ্য দিয়েছেন অস্কারজয়ী এই অভিনেত্রী। হাসপাতালের কর্মী এবং শিশুদের সঙ্গে একাধিক ছবিও তুলেছেন তিনি। গত বছরও ওই হাসপাতালে গিয়ে শিশুদের সঙ্গে সময় কাটিয়েছিলেন লরেন্স।

বাংলাদেশ সময় : ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।