বড়দিনের সত্যিকারের মানেটা ভালোই জানেন জেনিফার লরেন্স। সেজন্যই হয়তো উৎসবের দিনটি তিনি কাটালেন অসুস্থ শিশুদের মাঝে।
![](files/Lawrence_787347344.jpg)
বড়দিনের আনন্দ উপভোগের জন্য নিজের জন্মস্থান কেন্টাকির লুসিয়ানায় গিয়েছিলেন লরেন্স। সেখানেই ছোটদের ওই হাসপাতালে কয়েকজন অসুস্থ শিশুকে দেখে আসেন তিনি। তাদেরকে বেশ কিছুক্ষণ সান্নিধ্য দিয়েছেন অস্কারজয়ী এই অভিনেত্রী। হাসপাতালের কর্মী এবং শিশুদের সঙ্গে একাধিক ছবিও তুলেছেন তিনি। গত বছরও ওই হাসপাতালে গিয়ে শিশুদের সঙ্গে সময় কাটিয়েছিলেন লরেন্স।
![](files/Lawrence_innr_562491598.jpg)
বাংলাদেশ সময় : ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪