ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমানের জন্মদিনে সাতদিনের পার্টি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
সালমানের জন্মদিনে সাতদিনের পার্টি সালমান খান

সালমান খানের ৪৯তম জন্মদিন ২৭ ডিসেম্বর। আগের দিনই পানভেলে নিজের বাগানবাড়িতে পরিবার ও বন্ধুদের নিয়ে জন্মদিনের আনন্দ উদযাপন করতে চলে গেছেন তিনি।

এই পার্টি চলবে সাতদিন। তার সঙ্গে  গেছেন ছোট বোন অর্পিতা ও তার স্বামী আয়ুশ শর্মা। বলিউড তারকাদের মধ্যে আছেন অভিনেত্রী বিদ্যা বালান, সোনাক্ষী সিনহা, অজয় দেবগন, রিতেশ দেশমুখ ও ইমরান খান।

ঘনিষ্ঠ এক বন্ধু জানান, সালমানের এবারের জন্মদিনের আনন্দের রেশ থাকবে পুরো সপ্তাহ জুড়ে। সবাই মিলে সেখানে থাকবেন ৩ জানুয়ারি পর্যন্ত। সালমানের জন্মদিনের আনন্দের পাশাপাশি নতুন ইংরেজি নববর্ষও উদযাপনের পরিকল্পনা করেছেন তারা।

জন্মদিনের পার্টিতে মেতে থাকার জন্য ‘বিগ বস’ অনুষ্ঠান উপস্থাপনা থেকেও ছুটি নিয়েছেন সালমান।

বাংলাদেশ সময় : ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।