হলিউডের সবচেয়ে লাভজনক তারকা এখন জেনিফার লরেন্স। ব্যবসা-সংক্রান্ত সাময়িকী ফোর্বস জানিয়েছে, অন্য সব তারকার চেয়ে অস্কারজয়ী মার্কিন এই অভিনেত্রীর ছবিগুলো গত এক বছরে সবচেয়ে বেশি আয় করেছে।
২০১৪ সালে মুক্তি পেয়েছে ২৪ বছর বয়সী লরেন্সের ‘দ্য হাঙ্গার গেমস: মকিংজে পার্ট ওয়ান’ এবং ‘এক্স-মেন: ডেজ অব ফিউচার পাস্ট’। এগুলো বিশ্বব্যাপী আয় করেছে ১০০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।
সবচেয়ে লাভজনক তারকার তালিকায় লরেন্সের পরেই আছেন ৩৫ বছর বয়সী অভিনেতা ক্রিস প্রাট। তার অভিনীত ‘গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি’ এবং ‘দ্য লেগো মুভি’ আয় করেছে ১০০ কোটি ২০ লাখ মার্কিন ডলার। ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার’, ‘আন্ডার দ্য স্কিন’ এবং ‘লুসি’ ছবি তিনটি ১০০ কোটি ১৮ লাখ মার্কিন ডলার আয় করায় তিন নম্বরে আছেন ৩০ বছর বয়সী স্কারলেট জোহানসন।
‘ট্রান্সফরমার্স : এজ অব এক্সটিংশন’ ১০০ কোটি ডলার এবং ‘দ্য গ্যাম্বলার’ ৫০ লাখ ডলার আয় করায় চারে আছেন অভিনেতা মার্ক ওয়ালবার্গ। ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার’ এবং ‘স্নোপিয়ারসার’ ৮০ কোটি ১০ লাখ ডলার আয় করায় অভিনেতা ক্রিস ইভান্স আছেন পাঁচে।
ছয় নম্বরে স্থান পাওয়া এমা স্টোনের ‘দ্য অ্যামেজিং স্পাইডারম্যান টু’, উডি অ্যালেনের ‘ম্যাজিক ইন দ্য মুনলাইট’ এবং ‘বার্ডম্যান’ ছবি তিনটি আয় করেছে ৭৬ কোটি ৪০ লাখ ডলার। ‘মেলফিসেন্ট’ ৭৫ কোটি ৮০ লাখ মার্কিন ডলার আয় করার সুবাদে সাতে আছেন অ্যাঞ্জেলিনা জোলি। ‘এক্স-মেন: ডেজ অব ফিউচার পাস্ট’ ছবিটি ৭৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার আয় করার ফলে এর তিন অভিনেতা জেমস ম্যাকাভয়, মাইকেল ফাসবেন্ডার ও হিউ জ্যাকম্যান আছেন যথাক্রমে আট থেকে দশ নম্বরে।
শীর্ষ দশ লাভজনক অভিনেতা
১. জেনিফার লরেন্স
২. ক্রিস প্রাট
৩. স্কারলেট জোহানসন
৪. মার্ক ওয়ালবার্গ
৫. ক্রিস ইভান্স
৬. এমা স্টোন
৭. অ্যাঞ্জেলিনা জোলি
৮. জেমস ম্যাকাভয়
৯. মাইকেল ফাসবেন্ডার
১০. হি উ জ্যাকম্যান
বাংলাদেশ সময় : ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
** বড়দিনটা যেভাবে কাটলো লরেন্সের