ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এবার ‘প্রেম ভিখারী’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
এবার ‘প্রেম ভিখারী’ ‘প্রেম ভিখারী’ গল্পের নাটকে (বাঁ থেকে) আনন্দ, জয়নাল, অর্পণা, টয়া ও ইমেল

বেশকিছুদিন যাবৎ ‘রাব্বু ভাইয়ের বউ ' নামে একটি ধারাবাহিক নাটক প্রচার শুরু হয়েছে। শুরু থেকেই এ নাটকের তিনটি পর্ব ঘিরে একটি গল্প আবর্তিত হতে দেখা যায়।

এবারের গল্পের নাম ‘প্রেম ভিখারী’। ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় এবারের গল্পে অভিনয় করেছেন অপর্ণা, তৌসিফ, টয়া, জয়নাল জ্যাক, ইমেল হক ও ঈশিকা খান।

আর ‘প্রেম ভিখারী’ চরিত্রে অভিনয় করেছেন আনন্দ খালেদ। নিজের চরিত্র নিয়ে আনন্দ বাংলানিউজকে বলেন, ‘এখানে আমি একজন একরোখা প্রেমিকের চরিত্রে অভিনয় করেছি। নাম থাকে মোটা মজনু। বলতে গেলে, এক পক্ষের ভালোবাসা। মেয়েটি (টয়া) কখনোই আমার প্রেমে সাড়া দেয় না কিন্তু আমি প্রেমের জন্য মরিয়া হয়ে ওঠি। এমনকি যে কোনো শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত থাকি। আশা করছি, দর্শকরা উপভোগ করবেন। ’

অন্যদিকে, জয়নালকে বরাবরের মতো বাড়ীর ম্যানেজার (এসকে)চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। যে মোটা মজনুকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য নানা ধরনের চেষ্টা করতে থাকে।

‘প্রেম ভিখারী’ গল্পের অংশটি দেখতে চোখ রাখুন চ্যানেল নাইনে। প্রতি শনি, রোব ও সোমবারে রাত ৯ টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘রাব্বু ভাইয়ের বউ’।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।