কে নেই! সেই প্রজন্মের রাজ্জাক-কবরী থেকে শুরু এই প্রজন্মের শাকিব খান-অপু বিশ্বাস সবাইকে দেখা গেলো। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) পাঁচ বছরের (২০০৯-১৩) পুরস্কার প্রদান অনুষ্ঠানে রূপালি পর্দার তারকাদের আনাগোনায় বসেছিলো চাঁদের হাট! ২৭ ডিসেম্বর সন্ধ্যা থেকে এফডিসিতে জমকালো আয়োজনে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
* (বাঁ থেকে) কবরী, রাজ্জাক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও পরিচালক শহীদুল ইসলাম খোকন।
* শাকিব খান সত্যিই হিরো দ্য সুপারস্টার। নিজের পরিবেশনায় সেটা আরেকবার প্রমাণ করলেন তিনি।
* কালজয়ী জুটি কবরী ও রাজ্জাকের রসিক পরিবেশনা সবাইকে অতীতকাতর করেছিলো কিছুক্ষণের জন্য।
* রূপে-গুণে মৌসুমী আজও প্রিয়দর্শিনী।
* অপু বিশ্বাস যেন মঞ্চে এসেছিলেন রূপের রানী হয়ে!
* (বাঁয়ে) ‘রূপগাওয়াল’ (২০১৩) ছবির জন্য সেরা পার্শ্বঅভিনেত্রী চম্পা। (ডানে) ‘খোদার পরে মা’ (২০১২) ছবির জন্য সেরা অভিনেত্রী ববিতা। দুই বোনের পুরস্কারজয়ের মঞ্চে মাঝে সুচন্দা।
* একসময়ের রূপালি জুটি ইলিয়াস কাঞ্চন ও অঞ্জনার পরিবেশনা।
* জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের পরিবেশনা ছিলো মূল আকর্ষণ।
* সম্পর্কে দুই বোন (বাঁ থেকে) মৌসুমী ও পপি।
* ২০১৩ সালের যৌথভাবে সেরা অভিনেত্রী হয়েছেন (বাঁ থেকে) মাহি (ভালোবাসা আজকাল) ও অপু বিশ্বাস (মাই নেম ইজ খান)।
* ফেরদৌসের (ছবিতে নেই) সঙ্গে ২০০৯ সালের যৌথভাবে সেরা অভিনেতা চঞ্চল চৌধুরীকে (মনপুরা) পুরস্কার দিচ্ছেন পরিচালক সোহানুর রহমান সোহান।
* অতিথি সারিতে বসে রাজ্জাক ও কবরীর কথোপকথনের একটি মুহূর্ত।
* (বাঁয়ে) ‘গোলাপী এখন বিলেতে’র (২০১০) জন্য সেরা সংগীত পরিচালক আলাউদ্দিন আলী এবং (ডানে) একই ছবির ‘কেন লোকে ভালোবাসা চায়’ গানের জন্য সেরা গীতিকার আমজান হোসেন। (ডান থেকে দ্বিতীয়) ‘রাজা সূর্য খাঁ’ (২০১২) ছবির ‘ফুলের মতো একটা জীবন হয় যদি নিলাম’ গানের জন্য সেরা গীতিকার মুন্সী ওয়াদুদ।
* (বাঁ থেকে) ‘জীবনেও তুমি মরণেও তুমি’ (২০১২) ছবির ‘তোমার জন্যে পৃথিবী’ গানের জন্য সেরা গায়ক এস আই টুটুল, ‘ভালোবাসার রঙ’ (২০১২) ছবির জন্য সেরা পার্শ্বঅভিনেতা অমিত হাসান, অভিনেতা সুব্রত ও তার কন্যা দীঘি।
* শুধু পুরস্কারই নেননি, গান গেয়েও শুনিয়েছেন এস আই টুটুল।
* আইটেমকন্যা হিসেবে পরিচিতি পাওয়া বিপাশা কবিরের পরিবেশনা মন কেড়েছে অতিথিদের।
* বাবার সঙ্গে একসময়ের শিশুশিল্পী দীঘি।
* নতুন প্রজন্মের অভিনেত্রী অমৃতা খান নেচেছেন হেলেদুলে।
বাংলাদেশ সময় : ১০০০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪