চোখে অসুস্থতার লক্ষণ টের পেয়েও অবহেলা করার মাশুল দিতে বসেছিলেন অগ্নিলা। চোখে বিপজ্জনক সংক্রমণের কারণে দীর্ঘদিন মারাত্মক অসুস্থ ছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী।
সুখবর হলো, সুস্থ হয়ে উঠেছেন অগ্নিলা। চিকিৎসকরা তাকে চলাফেরার অনুমতি দিয়েছেন। স্বাভাবিক দৃষ্টিশক্তিও ফিরে পেয়েছেন তিনি। তার স্বাস্থ্যও ধীরে ধীরে উন্নতির দিকে।
অগ্নিলা বাংলানিউজকে জানান, অরবিটাল সেলুলিটিস নামের রোগ ছড়িয়ে পড়েছিলো তার দু’চোখে। তিনি বলেন, ‘চোখের ব্যথাকে পাত্তা দিচ্ছিলাম না। কিন্তু এটা যে ভুল ছিলো তা পরে বুঝেছি। চিকিৎসকদের মতে, এই সংক্রমণে যে কারও জীবনের জন্য হুমকিস্বরূপ। ’
হাসপাতালের চিকিৎসক ও সেবিকাদের ধন্যবাদ জানিয়ে অগ্নিলা বলেন, ‘সত্যি বলতে তারাই আমার জীবন বাঁচিয়েছেন। তাদের কাছে আমি কৃতজ্ঞ। আর মায়ের কথা বিশেষভাবে বলবো। তিনি একাই সব সামলেছেন ও আমাকে সাহস যুগিয়েছেন। মা না থাকলে আমি সুস্থ হতে পারতাম না। আমার পরিবারের সদস্যদেরও রাতদিন প্রার্থনা করার জন্য ধন্যবাদ। তাদের কাছে চিরঋনী হয়ে রইলাম। এই অসুস্থতা থেকে বুঝেছি, জীবন কতো মূল্যবান, যা ঠুনকো কাচের মতো ভেঙে যেতে পারে। বেঁচে থাকতে পেরে আমি উচ্ছ্বসিত। ’
আগেরবার দেশে ফিরে বেশ কয়েকটি নাটকে কাজ করেছিলেন ‘বিপ্রতীপ’খ্যাত অগ্নিলা। এর মধ্যে এনটিভিতে প্রতি সোম ও মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হচ্ছে আলী ফিদা একরাম তোজোর রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি প্যাক’।
* (ওপরের ছবিতে) ‘ফ্যামিলি প্যাক’ নাটকের দৃশ্যে অগ্নিলা
বাংলাদেশ সময় : ১৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪